মোঃ জাবেদ আহমেদ জীবন
নবীনগর উপজেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পশ্চিম ইউপির দড়িলাপাং, চরলাপাং, চিত্রী গ্রামের মাইজ হাটি, কান্দাপাড়া, জালালপুর, দাস কান্দি আবারও তীব্র নদী ভাংগনে ১৫ বিঘা জমি নদীর গর্বে বিলীন হয়ে গেছে। এতে আতঙ্কিত নদীর তীরের সাধারণ মানুষ। জানা যায়, হাবিব মিয়ার ২ বিঘা জমি, জীবন মাস্টার ২ বিঘা জমি, সাদ্দাম মিয়া ১ বিঘা জমি, আমির হোসেন ২ বিঘা জমি ভেঙে এনামুল সাহেবের ৫ বিঘা জমি নদীতে বিলিন হয়ে গেছে। এছাড়া অসংখ্য ঘর বাড়ি, বিল্ডিং স্কুল-মাদ্রাসা, মসজিদ নদী গর্ভে বিলীন হয়েছে। দ্রুত প্রস্তাবিত বাঁধ নির্মাণের জন্য এলাকার সর্বসাধারনের ভোগান্তি লাঘবে কাজ করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এমনটাই প্রত্যাশা করছেন এলাকাবাসী। সরেজমিনে নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব চৌধুরী গেলে আকুল আবেদন জানান উপস্থিত ভাঙ্গন কবলিত মানুষ।
এ সময়
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব চৌধুরী বলেন, নদী ভাঙ্গন রোধে প্রস্তাবিত বাঁধের কাজ করতে সংশ্লিষ্ট সকলের সাথে যোগাযোগ করছি। আশা করি গ্রামবাসীদের দূর্ভোগ লাগবে সংশ্লিষ্ট কতৃপক্ষ নজর দিবেন।