ঢাকাসোমবার , ৬ জানুয়ারি ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

মতলব উত্তরে অবৈধভাবে আর বালু কাটা হবে না ” সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা

প্রতিবেদক
majedur
জানুয়ারি ৬, ২০২৫ ৪:০৬ অপরাহ্ণ
Link Copied!

“মতলব উত্তরে অবৈধভাবে আর বালু কাটা হবে না ” সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা-মাহমুদা কুলসুম মনি

মো: আতাউর রহমান সরকার (মতলব উত্তর প্রতিনিধি): চাঁদপুরের মতলব উত্তর নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদা কুলসুমা মনি বলেছেন, ‘প্রান্তিক জনগোষ্ঠীর কাঙ্ক্ষিত উন্নয়ন ও নাগরিক সেবার সহযাত্রী হবেন সাংবাদিকেরা। তাদের মূল লক্ষ্য হওয়া উচিত জনগণের কথা তুলে ধরা। মতলব উত্তর উপজেলা একটি সম্ভাবনাময় উপজেলা। এই বৃহত্তম উপজেলায় চারো পাশে মেঘনা ধনাগোদা নদী। এই উপজেলা পর্যটন শিল্পের জন্য সম্ভাবনাময় একটি স্থান। এখানে রয়েছে ইলিশের মৎস্য প্রজনন ক্ষেত্র। অবৈধভাবে বালু উত্তোলনের ফলে বেরিবাঁধ ভাঙ্গন ও নদীর পরিবেশ বৈচিত্র্যে নষ্ট করে।‌ এখানে আর অবৈধ ভাবে বালু উত্তোলন করা হবে না,মাটিকাটা হবেনা। অভিযান আগে যতটুকু ছিল তার চেয়ে আরো কঠোর হবে। কারণ এ বিষয়টার সাথে মতলবের অস্তিত্ব জড়িত। তাই কোন রকম মাটি কাটা হবে না মাটির টপসয়েল কাটা হবে না কোন প্রকারের ড্রেজার থাকবে না।তিনি বলেন অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে আমার অবস্থান থাকবে কঠোর। যারা এর সাথে জড়িত তাদের আইনের আওতায় আনা হবে। শিক্ষার মান উন্নয়নের বিষয়েও আমি কাজ করবো , মতলব উত্তরের প্রতিটি বিদ্যালয় মনিটরিং এর চেষ্টা করব, কিশোরগ্যাং,বাল্যবিবাহ রোধ ছাত্র-ছাত্রীদের পড়াশোনার মনিটরিং এ অভিভাবকদের ভূমিকা সবচেয়ে বেশি, তাই অভিভাবকদের সচেতনতার জন্য অভিভাবক সমাবেশের পরিকল্পনা রয়েছে। অতিরিক্ত ফি আদায়ের বিষয়টি আমি তদারকি করে দেখব। আপনাদের কাছে কোন শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ থাকলে আমাদেরকে অবগত করবেন আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিব।

যেকোনো ভালো কাজে আপনাদের আমরা পাশে চাই
আপনাদের লেখনির মাধ্যমে এগুলোকে যথাযথ উপস্থাপন করা গেলেই মতলব উত্তর উপজেলাকে একটি মডেল উপজেলায় রূপান্তর করা সম্ভব।’ নবাগত উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুমা মনি বলেছেন, সাংবাদিকরা জাতির চতুর্থ স্তম্ভ ও দেশপ্রেমিক।
তিনি আরো বলেন, আমি এখানে নতুন, পরিবেশটাও একদম নতুন। আমার অথবা কোন দফতরের কর্মকাণ্ডে কোনো ভুল-ত্রুটি হলে আপনারা গঠনমূলক সমালোচনা করে আমাকে সংশোধনের সুযোগ করে দিবেন। আপনারা চেষ্টা করবেন সমাজের উন্নয়নমূলক কাজগুলো বেশি বেশি প্রচার করতে। যাতে করে এটা দেখে আরো বেশি মানুষ কাজ করতে এগিয়ে আসে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে দেশের উন্নয়নে অংশ নিবেন। মিথ্যা ও বানোয়াট সংবাদ পরিবেশন করে সমাজে বিভ্রান্ত ছড়াবেন না। দেশের উন্নয়নে আমরা এক সাথে কাজ করতে চাই।

সোমবার (৬ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে মতলব উত্তর উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বক্তব্য রাখেন সভায় উপস্থিত মতলব উত্তর উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ।
উপস্থিত ছিলেন, মতলব উত্তর উপজেলা সহকারী কমিশনার ভূমি হিল্লোল চাকমা, মতলব উত্তর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক ইনকিলাব প্রতিনিধি মাহবুব আলম লাভলু, মতলব উত্তর অনলাইন প্রেস ক্লাবের সভাপতি আব্দুল মান্নান সাগর, মতলব উত্তর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক টুডে টাইমসের সম্পাদক ও প্রকাশক তানজিমুল হাসান মায়াজ, মতলব উত্তর অনলাইন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সময়ের কণ্ঠস্বর চাঁদপুর জেলা প্রতিনিধি ও মতলব টুডে এর সম্পাদক ও প্রকাশক সাংবাদিক মাহফুজুর রহমান, মতলব উত্তর অনলাইন প্রেসক্লাবের কৃষি ও পরিবেশ বিষয়ক সম্পাদক দৈনিক বাংলার অধিকার ও আজকের প্রবাহ মতলব উত্তর প্রতিনিধি মোঃ আতাউর রহমান সরকার। দৈনিক প্রিয় চাঁদপুর নিজস্ব প্রতিনিধি মুরাদুজ্জামান, মতলব উত্তর প্রতিনিধি গাজী এমদাদুল হক মানিক, দৈনিক চাঁদপুর দিগন্ত মতলব প্রতিনিধি মোঃ শামীম মিয়াজী,

মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি এবং দৈনিক প্রিয় চাঁদপুর পত্রিকার সম্পাদক ও প্রকাশক বোরহান উদ্দিন ডালিম, মতলব উত্তর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আইন বার্তা পত্রিকার বিশেষ প্রতিনিধি নুর মোহাম্মদ খান, মতলব উত্তর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও এশিয়ানটিভির প্রতিনিধি সুমন আহমেদ, মতলব উত্তর প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক চাঁদপুর দর্পণের প্রতিনিধি জহিরুল হাসান মিন্টু, মতলব উত্তর প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক চাঁদপুর বার্তা মোঃ সাইদুর রহমান শিবলু, সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের ডাক প্রতিনিধি মোঃ শহীদুল ইসলাম খোকন, দপ্তর সম্পাদক মোঃ সফিকুল ইসলাম রানা, অর্থ সম্পাদক ও বিজয় টিভি প্রতিনিধি মোঃ কামরুল হাসান রাব্বি, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সভাপতি দৈনিক যুগান্তর প্রতিনিধি মোঃ ফারুক হোসেন, সাবেক সভাপতি ও দৈনিক চাঁদপুর সংবাদ প্রতিনিধি আব্দুল লতিফ মিয়াজী, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ গোলাম নবী খোকন, সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার নিজস্ব প্রতিনিধি মোঃ জাকির হোসেন বাদশা, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাবেক সদস্য সচিব ও দৈনিক কালবেলা প্রতিনিধি মোঃ মমিনুল ইসলাম
পাঠক সংবাদ নিজস্ব প্রতিনিধি মোঃ আবুল হোসেন,আব্দুল আউয়াল প্রমুখ।

Don`t copy text!