নবগত উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে মতলব উত্তর অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়
মতলব উত্তর প্রতিনিধি: মতলব উত্তর অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলছুম মনির সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় হয়। আজ ৬ জানুয়ারী (সোমবার) দুপুরে উপজেলা সভাকক্ষে সাংবাদিকদের সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তার মতবিনিময় সভা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিজ কার্যালয়ে অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন মতলব উত্তর অনলাইন প্রেসক্লাবের সভাপতি আব্দুল মান্নান সাগর, সাধারণ সম্পাদক তানজিমুল হাসান মায়াজ, সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান, কৃষি ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ আতাউর রহমান সরকার, ধর্ম বিষয়ক সম্পাদক শামীম মিয়াজী, দেওয়ান মুরাদুজ্জামান, গাজী এমদাদুল হক মানিক।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে অনলাইন প্রেসক্লাব এক যুগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।