ঠাকুরগাঁওয়ে সেনাবাহিনীর উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও চিকিৎসাসেবা প্রদান
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে সেনাবাহিনীর উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে।
রবিবার (৫ জানুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলা ৭৭ নং লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে দুঃস্থ ও অসহায় জনসাধারণের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
উল্লেখ্য যে ৬৬ পদাতিক ডিভিশন ও রংপুর এরিয়ার সার্বিক তত্ত্বাবধানে বাৎসরিক যৌথ প্রশিক্ষণ-২০২৪/২৫ পরিচালিত হচ্ছে। উক্ত প্রশিক্ষণ চলাকালীন সময়ে জিওসি ৬৬ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার রংপুর এরিয়া মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান, এসজিপি, এসইউপি, এনডিসি, এইচডিএমসি, পিএসসি এছাড়াও, উক্ত তারিখে জিওসি ৬৬ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার রংপুর এরিয়া ৬৬ পদাতিক ডিভিশনের অধীনস্থ ১০ ফিল্ডএ্যাম্বুলেন্স’র তত্ত্বাবধানে ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সাধারণ জনসাধারণের মাঝে চিকিৎসা সেবা প্রদান এবং বিনামূল্যে ঔষধপত্র বিতরণ কেন্দ্র পরিদর্শন করেন।
উক্ত শীতবস্ত্র বিতরণ এবং বিনামূল্যে ঔষুধপত্র বিতরণ কেন্দ্র পরিদর্শনকালীন অন্যান্য উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
প্রতিবছরের ন্যায় এবছরও শীত মৌসুমে দরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণসহ নানাবিধ জনসেবামূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে সেনাবাহিনীটিম।
এরই ধারাবাহিকতায় ৬৬ পদাতিক ডিভিশন কর্তৃক রংপুর অঞ্চলের বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ, মেডিকেল ক্যাম্পেইন ও বিনামূল্যে ঔষধপত্র বিতরণ এবং ভেটেনারী ক্যাম্পেইন পরিচালনা করে আসছে। বাৎসরিক যৌথ প্রশিক্ষণের বাকী দিনগুলোতেও ৬৬ পদাতিক ডিভিশন কর্তৃক এ ধরনের জনসেবামূলক কর্মকান্ড অব্যাহত থাকবে বলে জানান মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান।