সনজিত কুমার শীল।
আরব আমিরাত।
চট্টগ্রাম জেলার বোয়ালখালী থানার সারোয়াতলী আল্ হক দরবার শরীফের রাহনুমায়ে শরীয়ত ও তরিকত, পীরে মোকাম্মেল কুতুব-উল-আকতার,খাজায়ে ছানী হযরতুলহাজ্ব আল্লামা শাহ্ ছৈয়্যদ আব্দুল হালিম (রহ:) আমিরাত কেন্দ্রীয় কমিটির উদ্যোগ বার্ষিক ফাতেহা শরীফ ও ঈদে মিলাদুন্নবী (দ:) গত ২রা জানুয়ারি ২০২৫ আবুধাবির মদিনা জায়েদ একটি হলরুমে অনুষ্ঠিত হয়।
মোহাম্মদ শাহাবুদ্দিনের সভাপতিত্বে মোহাম্মদ আলমের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাউছিয়া কমিটি বাংলাদেশ ইউএই কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জানে আলম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আ হ ম ইব্রাহিম বাবর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ দেলোয়ার, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ খোকন শিকদার, মোহাম্মদ মোরশেদ শিকদার, শিমুল শিকদার, মোহাম্মদ আক্তার হোসেন, আবু তাহের, মোহাম্মদ রবিউল করিম, মোহাম্মদ মাবুদ, মোহাম্মদ সাইমন, মোহাম্মদ পারভেজ মোহাম্মদ আজগর, মোহাম্মদ আলাউদ্দিন,শিপন সিকদার,রবিন শিকদার, সাগর সিকদার সহ আরো অনেকে। এছাড়াও বোয়ালখালী সারোয়াতলী প্রবাসী রা আমিরাতের বিভিন্ন প্রদেশ থেকে উক্ত মিলাদ মাহফিলের উপস্থিত ছিলেন। বক্তারা আল্লামা ছৈয়্যদ আব্দুল আলিম শাহ্ (রহ:) জীবনী নিয়ে আলোচনা করেন। বক্তারা বলেন অলি আল্লাহ এই পৃথিবীর আসার পরে পৃথিবীর মানুষ জীবনকে ধন্য মনে করেছেন। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মৌলানা মোহাম্মদ নুরুল ইসলাম আনছারী। অনুষ্ঠান শেষে তবরুক বিতরণের মধ্য দিয়ে পরি সমাপ্তি হয়।