ঢাকাবৃহস্পতিবার , ২ জানুয়ারি ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে Top Ten Group এর ৩৪ বছর পূর্তি উদযাপন

প্রতিবেদক
admin
জানুয়ারি ২, ২০২৫ ১১:৫৬ অপরাহ্ণ
Link Copied!

মোঃ আলী সোহেল, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :

কিশোরগঞ্জে Top Ten Group এর ৩৪ বছর পূর্তি উদযাপন করা হয়েছে।

৩৪ বছর পূর্তি উপলক্ষ্যে টপ টেন গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান Top Ten Mart Ltd. Top Ten Fabrics & Tailors Ltd. Top Ten Fashion Ltd. Top Ten Tiles & Sanitary Ltd. এর কিশোরগঞ্জ শাখায় বুধবার (১ জানুয়ারি) সকালে কোরআন তেলাওয়াত এবং দোয়ার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে এমপ্লয়িদের নিয়ে কেক কাটার মাধ্যমে অনুষ্ঠান উদযাপন করা হয়।

কোরআন তেলাওয়াত এবং দোয়া পরিচালনা করেন মো: মাসুম জামী (খতীব – মসজিদে হামিদা, পরিচালক – আলহাজ্ব মো: আবুল হোসাইন হাফিজিয়া মাদ্রাসা কিশোরগঞ্জ)।

এসময় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ এর সাধারণ সম্পাদক ও টপ টেন গ্রুপ এর এডমিন অফিসার অবঃ সেনা সদস্য মোঃ মাসুদ আহমেদ, টপ টেন মার্ট শাখার ম্যানেজার মো: মোমিন, ফেব্রিক্স এন্ড টেইলার্স শাখার ম্যানেজার মো: সালমান কাফি, টপ টেন টাইলস শাখার ম্যানেজার মো: সরওয়ার সিকদার এবং টপ টেন ফ্যাশন শাখার ম্যানেজার মো: জাহিদ হাসান। আরও উপস্থিত ছিলেন ইনচার্জ মো: আশরাফুল ইসলাম ও মো: শাহিনুর ইসলাম সহ সম্মানিত ক্রেতাগন।

টপ টেন গ্রুপ সম্পর্কে জানতে চাইলে ফ্যাশন শাখার ব্রাঞ্চ ম্যানেজার জনাব মো: জাহিদ হাসান জানান, টপ টেন গ্রুপের পথচলা শুরু হয়েছিল ১৯৯২ সালে এলিফ্যান্ট রোড থেকে এখন প্রায় জেলায় এবং বিভাগে আমাদের শোরুম রয়েছে, আগামী রমজানের আগে আরও কয়েকটি শাখা চালু করা হবে। সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে এই শীতে অন্য অন্য ব্যান্ডের এমপ্লয়িরা আমাদের শাখা থেকে উইন্টার প্রোডাক্ট ক্রয় করেছেন, এর কারণ হচ্ছে প্রোডাক্টের মান এবং দাম অন্য অন্য ব্যান্ড থেকে অনেক কমে বিক্রয় করা হচ্ছে। আমরা ভিন্ন ভিন্ন দেশের ভালো ব্যান্ডের সবচেয়ে ভালো মানের প্রোডাক্ট গুলো বিক্রয় করে থাকি সেই সাথে আমাদের নিজস্ব প্রোডাক্ট রয়েছে।

তিনি আরও জানান, আমাদের প্রতিটি মার্ট শাখায় একই ছাদের নিচে লাইফ স্টাইল এর সকল পণ্য পাবেন। আমাদের এমডি স্যার সব সময় বলেন সবার সাথে হাসিমুখে কথা বলতে হবে।

টপ টেন ফ্যাশন শাখার ম্যানেজার মো: জাহিদ হাসান আজকের এই শুভদিনে সকল শুভাকাঙ্ক্ষী এবং ক্রেতাগনকে প্রাণঢালা শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান।

Don`t copy text!