শিপন মিয়া, ঝিনাইদহঃ
বই উৎসবের মধ্য দিয়ে ঝিনাইদহের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উদযাপিত হল নতুন বছরের প্রথম দিনটি। বুধবার সকালে ঝিনাইদহ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়।
প্রশাসন ও শিক্ষা কর্মকর্তারা শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বই উৎসবের উদ্বোধন করেন। সেসময় জেলা শিক্ষা অফিস, বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। এছাড়াও জেলা প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়।
নতুন বই পেয়ে খুশি শিক্ষার্থীরা। তাদের মাঝে ছিল উৎসবের আমেজ। এদিকে শহরের পাগলাকানাই এলাকায় সরকারী শহীদ মোশাররফ হোসেন প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ করেন দাতা সদস্য মাহফুজুর রহমান হাসান। এ সময় প্রধান শিক্ষক মিজানুর রহমান উপস্থিত ছিলেন।
উল্লেখ্য এবছর জেলার ৬ টি উপজেলায় প্রাথমিক পর্যায়ে প্রায় ১০ লাখ ও মাধ্যমিক পর্যায়ে ১৫ লাখ বই শিক্ষার্থীর মাঝে বিতরণ করা হবে।