গোপন সংবাদের ভিত্তিতে শাহরাস্তি থানাধীন শাহরাস্তি পৌরসভার ০১নং ওয়ার্ড পশ্চিম উপলতা সাকিনস্থ পাঞ্জাখানা মসজিদের সামনে রাস্তার উপর হতে ০১ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় ধৃত আসামী মোঃ খোরশেদ আলম (৩৮) এর হেফাজত হতে ৩০ (ত্রিশ) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীর নাম মোঃ খোরশেদ আলম (৩৮), পিতা-মৃত আরব আলী, মাতা-খোরশেদা বেগম, সাং-পশ্চিম উপলতা (বেপারী বাড়ী), ওয়ার্ড নং-০১, শাহরাস্তি পৌরসভা, থানা-শাহরাস্তি, জেলা-চাঁদপুর।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, উল্লেখিত ধৃত আসামী দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর অন্তরালে প্রশাসনের চক্ষু ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করিয়া যুব সমাজকে ধ্বংসের দিকে নিয়া যাইতেছে। গ্রেফতারকৃত আসামী মোঃ খোরশেদ আলম (৩৮) জব্দকৃত ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখাকালে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে চাঁদপুর এর শাহরাস্তি মডেল থানার মামলা নং-১৬, তারিখ-৩১/১২/২০২৪ইং, ধারা-২০১৮ইং সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারণির ১০ (ক) রুজু করা হয়।
চাঁদপুর জেলাকে মাদক মুক্ত করা এবং মাদকের ভয়াল গ্রাস থেকে তরুণ প্রজন্ম ও যুব সমাজ কে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ চাঁদপুর জেলা পুলিশ। মাদকের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে।