বাংলাদেশ প্রবাস ক্লাব ইউ এই এর উদ্যোগে দু-দেশের বিজয় দিবস উৎযাপন ও কমিটির আংশিক পূণর্গঠন।
বাংলাদেশ প্রবাস ক্লাবের উদ্যোগে সংযুক্ত আরব আমিরাত ও বাংলাদেশের বিজয় ৫৩ উদযাপন ও বাংলাদেশ প্রবাস ক্লাব কমিটির আংশিক পুনর্গঠন হয়।
“মানুষ মানুষের জন্য প্রবাসী সবার জন্য”।
এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের সংগঠন বাংলাদেশ প্রবাসী ক্লাবের উদ্যোগে দেশের অর্থনীতি চাঙ্গা রাখতে দেশ গঠনে ভূমিকা রাখা প্রবাসীদের উৎসাহ প্রদানে বুধবার (২৯ ডিসেম্বর) দুবাই সময় রাত ১১টায় দুবাই এর দেইরা ক্রিক থেকে ক্রুজ ভ্রমণের মধ্যদিয়ে আনন্দ চিত্তে বাংলাদেশ প্রবাস ক্লাবের রেমিট্যান্স যুদ্ধারা সংযুক্ত আরব আমিরাত ও বাংলাদেশের ( দু-দেশের) বিজয় দিবস উৎযাপন ও কমিটির আংশিক পুনর্গঠন করেন।
বাংলাদেশ প্রবাস ক্লাবের নবনির্বাচিত সভাপতি এস.এম.ফয়জুল্লাহ শহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিজনেস এসোসিয়েশন দুবাইয়ের সিনিয়র সহসভাপতি বিশিষ্ট ব্যাবসায়ী বাংলাদেশ প্রবাসী ক্লাবের উপদেষ্টা আলহাজ ইয়াকুব সৈনিক। পারফেক্ট ওয়ার্ল্ড কোম্পানীর চেয়ারম্যান কে এম রাসেল সবুজ (পুলেন্ড প্রবাসী) ,
বরিশাল বিভাগ কল্যান পরিষদের সভাপতি নাজমুল হাসান সাঈদ,সিন:সহসভাপতি আফতাব রোমান, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম,
দৈনিক পূর্ব কোণ আমিরাত প্রতিনিধি নাজিমুদ্দিন আকাশ সহ অনেকে।
অনুষ্ঠানে বক্তারা বলেন :দেশের যেকোন দুর্যোগে, দেশের মাটি ও মানুষের সুখেদুঃখে প্রবাসী বীর রেমিট্যান্স যোদ্ধারা অর্থনীতি চাঙ্গা রাখতে ও দেশের স্বার্থ রক্ষায় প্রত্যক্ষভাবে হাল ধরে। বৈধ পথে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠিয়ে দেশ গড়ায় ভুমিকা রাখে।এই আয়োজনের মাধ্যমে প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের মধ্যে উৎসাহ দেখা গিয়েছে। অনেক প্রবাসী তাদের ফ্যামিলি সহ নিয়ে এসে এ অনুষ্ঠানের আনন্দ আরো বহুগুনে ছড়িয়ে দিয়েছে ।
এসময় কমিটির আংশিক পুনর্গঠন ঘোষণা করেন অতিথিবৃন্দ।
বাংলাদেশ_প্রবাস_ক্লাব ২০২৪-২০২৬ সংযুক্ত আরব আমিরাতের আংশিক কমিটি ঘোষনায় যারা রয়েছেন।
সভাপতি এস.এম.ফয়জুল্লাহ ( ফয়সাল ) শহিদ।
সিনিয়র সহ সভাপতি মহিউল করিম আশিক। সহ সভাপতি মুহাম্মদ ইদ্রিস মিয়া বুলবুল। সহ সভাপতি মুহাম্মদ আলম শওকত। সহ সভাপতি মুহাম্মদ ফিরোজ আলম।
সহ সভাপতি রিপন তালুকদার সহ সভাপতি মনির হোসেন। সাধারণ সম্পাদক এম শামসুর রহমান সোহেল।
সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশীদ। যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ সালাহ উদ্দিন আরিফ।
সহ সাধারণ সম্পাদক শাহজালাল সিকদার। মুহাম্মদ গোলাম সরওয়ার। সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সরওয়ার উদ্দিন রনি। সহ সাংগঠনিক সম্পাদক মুবারক হেোসেন,সহ-সাংগঠনিক সম্পাদক সাগর চন্দ্র (স্বপন)দৈনিক বাংলার অধিকার।
উপদেষ্টা পরিষদ আছেন।
বাংলাদেশ বিসনেস এসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি আলহাজ্ব ইয়াকুব সৈনিক।
পারফেক্ট ওয়ার্ল্ড কোম্পানির চেয়ারম্যান ,কে এম রাসেল সবুজ (পুলেন্ড প্রবাসী) ।
বরিশাল কল্যাণ বিভাগের সভাপতি ,এম সাঈদ ,সহিদ, প্রমুখ। পরিশেষে দেশের কল্যাণ ও আপদ মুক্তির দোয়া ও মোনাজাতে অনুষ্ঠানের সমাপ্তি হয়।