ঠাকুরগাঁওয়ে কর্মী সম্মেলনে আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানের আগমন উপলক্ষে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি// ঠাকুরগাঁওয়ে আগামী ৩০ ডিসেম্বর আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানের আগমন উপলক্ষে জেলা শাখা জামায়াতের উদ্যোগে বেলা দুইটায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে অনুষ্ঠিতব্য কর্মী সম্মেলন সফল ভাবে সম্পন্ন করার লক্ষ্যে ঠাকুরগাঁও প্রেসক্লাব দ্বিতল ভবনে সাংবাদিকদের এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
রবিবার (২৯ ডিসেম্বর) সকাল ১১টায় জেলা সাংবাদিকদের সাথে জেলা জামায়াত নেতৃবৃন্দের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
এসময় ঠাকুরগাঁও জেলা শাখার জামায়াতের আমির অধ্যাপক বেলালউদ্দীন প্রধান প্রেস ব্রিফিং এ বলেন, ঐতিহাসিক জুলাই/২৪ এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে বিগত ফ্যাসিবাদী ও স্বৈরাচারী সরকারের পতনের মাধ্যমে এ জাতি একটি বাংলাদেশ পেয়েছে। এ অভ্যুত্থানে ছাত্র জনতা নিজেদের জীবন উৎসর্গ করেছেন নি: সন্দেহে তারা জাতীয় বীরের মর্যাদার অধিকারী। মহান আল্লাহ যেন তাদেরকে শহীদ হিসেবে কবুল করেন এবং যারা এখনো আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন তাঁদেরও সুস্থতা কামনা করেন তিনি।
পরিশেষে তিনি বলেন, আপনাদের বস্তুনিষ্ঠ লেখনি ও ভূমিকার কারণে আজকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান জাতীয় ও আন্তর্জাতিক ভাবে গণমানুষের নেতায় পরিণত হয়েছে।আমরা আশা করছি, আগামী ৩০ ডিসেম্বর ঠাকুরগাঁও জেলা স্কুল বড় মাঠের কর্মী সম্মেলনে ডা: শফিকুর রহমান ঠাকুরগাঁও জেলাবাসী ও জাতির জন্য নতুন বার্তা ও দিক নির্দেশনা দিয়ে যাবেন ইনশাআল্লাহ।
এই কর্মী সম্মেলনকে সফল করার জন্য আপনাদের আন্তরিক সহযোগিতা কামনা করছি এবং সকলকে আন্তরিক মোবারক বাদ।
প্রেস ব্রিফিং এ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঠাকুরগাঁও জেলা জামায়াতের সাবেক আমির মাওলানা আব্দুল হাকিম। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের এ্যাসিস্টেন্ট সেক্রেটারি দেলোয়ার হোসেন, এ্যাড.কামরুজ্জামান, আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট, বাংলাদেশ লয়ার্স,ঠাকুরগাঁও জেলা সাধারণ সম্পাদক ফজলে আলম, জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি রাজিউর রহমান রাজু,জেলা জামায়াতের দপ্তর সম্পাদক অধ্যাপক ফিরোজ বিশ্বাস, সদর উপজেলা জামায়াতের আমির মিজানুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, জেলা জামায়াতের প্রেস সেক্রেটারি তালুকদার শাহজালাল জুয়েল। প্রেস ব্রিফিং এ ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফিরোজ আমিন সহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।