রকি চন্দ্র শাহা: শাহরাস্তিতে শাহ সাহেব নূরানী কিন্ডারগার্টেনের শুভ উদ্বোধন ও বই উৎসব অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বেলা ১১ টায় পৌরসভার শাহ সাহেব জামে মসজিদের ২য় তলায় প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন ও শিক্ষার্থীদের হাতে নতুন বছরের বই তুলে দেয়া হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মাওঃ আবুল হোসাইন। বিশেষ অতিথি পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন মিয়াজী।
কিন্ডারগার্টেন পরিচালনা কমিটির সভাপতি হাজী আঃ সাত্তারের সভাপতিত্বে ও সেক্রেটারি ফয়েজ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মসজিদ কমিটির সভাপতি ডা. সিদ্দিকুর রহমান, পৌর যুবদলের সদস্য সচিব মো. আঃ কাইউম রিপন, কিন্ডারগার্টেন পরিচালনা কমিটির সদস্য সেফায়েত উল্যাহ, মো. শাহাবুদ্দিন, মোঃ আলী হোসেন, প্রধান শিক্ষক মোঃ বোরহান উদ্দিন প্রমুখ, সহকারী শিক্ষক মাওঃ মোশাররফ হোসেন প্রমুখ।
প্রসঙ্গত, চাঁদপুরের শাহরাস্তিতে ফ্লোয়েবল পদ্ধতির পাশাপাশি আধুনিক ও ধর্মীয় শিক্ষার সমন্বয়ে ইংরেজি এবং আরবি ভাষায় শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তোলার প্রত্যয়ে এই প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়েছে। আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় আগামীর দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক গড়ে তোলার লক্ষ্যে প্রতিষ্ঠান টি ভূমিকা রাখবে বলে আশাবাদ কিন্ডারগার্টেন সংশ্লিষ্টদের। আগামী ১ জানুয়ারি থেকে প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম চলবে।