স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান
ব্যাপক উৎসাহ উদ্দীপণার মধ্যদিয়ে সাম্প্রদায়িক
সম্প্রীতির মডেল খ্যাত খুলনার দাকোপের বাজুয়ার সর্বজনীন আনন্দ মেলা মাঠ প্রঙ্গণেপাঁচ দিন ব্যাপী বড়দিন আনন্দ মেলার উদ্বোধন ঘোষিত হলো। এসময় ফিতা ও কেক কেটে পাঁচদিন ব্যাপী মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠানের সূচনা করা হয়।
২৬ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টার দিকে বড়দিন আনন্দ মেলা প্রঙ্গণে আনন্দমেলা উদ্বোধন করেন আনন্দ মেলার প্রতিষ্ঠাতা ফাঁদার লরেন্স বাবলু সরকার। মেলা উদযাপন কমিটির সভাপতি শ্যামল মন্ডল উদ্বোধনী বক্তৃতা করেন, তিনি বলেন,মেলা মানেই মহামিলন মানুষের উচ্ছাস -উল্লাসের বহিঃপ্রকাশ ঘটে মেলার মধ্যে দিয়ে।ধর্ম-বর্ণ সম্প্রদায়ের উর্ধে উঠে মেলা মানুষের মধ্যে সম্প্রীতির বন্ধন গড়ে দেয়। মেলার আক্ষরিক অর্থ হলো মিলন।এই মেলায়একে অন্যের সাথে ভাব বিনিময় হয়।এই মেলায় বাংলার ঐতিহ্যের ধারক-বাহক। অনুষ্ঠানে আনন্দমেলা আয়োজক কমিটির সাধারন সম্পাদক ঝিলিক রায়ের পরিচালনায় উপস্হিত ছিলেন আন্ত মন্ডলীর সভাপতি মানস বোস, রেভাঃ আলবিন বিশ্বাস, রেভাঃউত্তম মন্ডল ,রেভাঃ অশোক মন্ডল। মেলা উযাপন কমিটির কোষাধ্যক্ষ টনি বাড়ৈই সাংস্কৃতিক সম্পাদক ল্যাটিন নাথ,ও সদস্য মানিক বাড়ৈই।