সনজিত কুমার শীল,সংযুক্ত আরব আমিরাত
সংযুক্ত আরব আমিরাত আবুধাবির গ্রীন সিটি আল আইন আওতাধীন আল ইয়াহার (আল- আমেরা) এলাকায় বাংলাদেশী মালিকানাধীন নসীম সালারা ইয়েমেনি প্রোডাক্ট সেন্টারের শুভ উদ্বোধন গতকাল সন্ধ্যায় ফিতা কেটে শুভ উদ্বোধন করেন অত্র প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আলী আকবর চৌধুরী রিকেল।
শুভ উদ্বোধন কালে উপস্থিত ছিলেন মোহাম্মদ শাহরিয়া অনি, মোহাম্মদ নাজিম উদ্দিন, মোহাম্মদ মনজু, বাহাদুর আলম, সাংবাদিক সঞ্জিত কুমার শীল, জানে আলম, , আব্দুল সবুর, সাইফুদ্দিন, খোরশেদ আলম, মোহাম্মদ ইয়াছিন সহ আরো অনেকে। চট্টগ্রাম জেলার হাটহাজারী থানার নাজিরহাট এলাকার দোস মোহাম্মদ চোধুরীর বাড়ির মৃত নুরুল ইসলামের প্রথম পুত্র আলী আকবর চৌধুরী রিকেল বিগত ১৭ বছর পূর্বে খালাতো ভাই মোহাম্মদ নাজিম ও বাহাদুর আলমের হাত ধরে সংযুক্ত আরব আমিরাত আসেন। প্রবাসে আসার পর থেকে একটি ইয়েমেনি দোকানে চাকরি শুরু করেন। পরে আস্তে আস্তে মালিকের সহযোগিতায় নিজে দুইটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী হন। আলী আকবরের প্রথম প্রতিষ্ঠান আল ইয়াহার এলাকায় জর্দান মিল ফর ইয়েমেনি প্রোডাক্টস নামে সুপরিচিত। এ প্রতিষ্ঠানগুলোতে ইয়েমেনের অরজিনিয়াল মধু, নানান ধরনের মসল্লা, আয়ুর্বেদিক, নানান রোগের হার্বাল ঔষধ, খেজুর, বাদাম সহ আয়ুর্বেদিক কসমেটিক জাতীয় বিভিন্ন প্রকারের জিনিসপত্রও রয়েছে। তিনি বলেন বর্তমানে আমিরাতে বাংলাদেশীদের ভিসা বন্ধ কারণে নানান ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। যদি বাংলাদেশী ভিসা খোলা থাকতো তাহলে বাংলাদেশের রেমিটেন্স প্রবাহ আরো বৃদ্ধি পেত। দীর্ঘ ২০১২ সাল থেকে আমিরাতে ভিসা বন্ধ থাকার ফলে প্রবাসীরা ব্যবসা-বাণিজ্য করতে হিমশিম খাচ্ছেন। বিভিন্ন দেশের শ্রমিক এনে বাংলাদেশিদের শ্রমিকের জায়গায় রেমিটেন্স প্রবাহ ব্যাঘাত পাচ্ছে। দুই দেশের দু’দেশের সরকারের সমন্বয়ে বন্ধ থাকা ভিসা খুলে দিলে বাংলাদেশীরা নানান ব্যবসার দিকে সুবিধা ভোগ করতে পারবেন। পরিশেষে ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং বিশ্বের সকলের শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।