ঢাকাশুক্রবার , ২০ ডিসেম্বর ২০২৪
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ দূতাবাস আবুধাবির উদ্যোগে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস- ২০২৪ উদযাপন।

প্রতিবেদক
admin
ডিসেম্বর ২০, ২০২৪ ১১:০৭ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ দূতাবাস আবুধাবির উদ্যোগে আন্তর্জাতিক অভিবাসী দিবস

প্রতিবছরের মত আবুধাবী বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে গত শনিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস- ২০২৪ উদ্যাপন করা হয়। “প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার” এই প্রতিপাদ্য সামনে রেখে দূতাবাস প্রাঙ্গণে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে দিবসটি উদযাপিত হয়। দূতাবাসের শ্রম কল্যাণ উইং এর কাউন্সিলর (লোকাল) জনাব মোসাঃ লুতফুন নাহার নাজিমের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দূতাবাসের চার্জ দি অ্যাফেয়ার্স জনাব মোহাম্মদ মিজানুর রহমান। পবিত্র কোরআন তেলাওয়াতের পর দিবসটি উপলক্ষে প্রেরিত রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টার বাণী পাঠ করে শোনান দূতাবাসের কর্মকর্তাবৃন্দ। এরপর ঢাকা থেকে পাঠানো প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক প্রবাসীদের কর্মসংস্থান ও তাদের কল্যাণবিষয়ক কার্যক্রম নিয়ে প্রস্তুতকৃত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। প্রামাণ্যচিত্র প্রদর্শন শেষে প্রবাসী কল্যাণে বাংলাদেশ দূতাবাসের ভূমিকা ও ২০২৪ সালের কার্যাবলী সকলের সামনে উপস্থাপন করেন দূতাবাসের শ্রম কল্যাণ উইং এর কাউন্সিলর জনাব হাজরা সাব্বির হোসেন। সেই সাথে তিনি দূতাবাসে প্রবাসীদের সেবার মান উন্নয়নে উপস্থিত প্রবাসী বাংলাদেশিদের মূল্যবান মতামত ও পরামর্শ আহ্বান করেন। প্রবাসী বাংলাদেশিরা স্বতস্ফুরতভাবে মুক্ত আলোচনায় অংশ নিয়ে দূতাবাসের সেবার মান আরো বৃদ্ধিতে গঠনমূলক পরামর্শ প্রদান করেন এবং তাদের মতামত লিখিত আকারে নির্দিষ্ট বক্সে জমা দেন। মুক্ত আলোচনা শেষে এই অনুষ্ঠানের মধ্যেই আন্তর্জাতিক শিশু দিবস ও জাতীয় শিশু সপ্তাহ ২০২৪ উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বাংলাদেশি শিশুদের মধ্যে বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়। এরপর আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতিয় প্রবাসী দিবস- ২০২৪ উপলক্ষে বিভিন্ন শ্রেণি-পেশার ১১ জন প্রবাসী ও একটি সেচ্ছাসেবী সংগঠনকে উত্তরীয় ও সনদ প্রদান করে সম্মানিত করা হয়। অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে চার্জ দি অ্যাফেয়ার্স জনাব মোহাম্মদ মিজানুর রহমান প্রথমেই সন্মাননা প্রাপ্ত কৃতী প্রবাসী সহ সকল প্রবাসী কর্মীদের আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতিয় প্রবাসী দিবসের অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেইসাথে প্রবাসীদের গুরুত্বপূর্ণ মতামতের জন্য তাদের ধন্যবাদ জ্ঞাপন করে তাদের দূতাবাসের সেবার মান আরো বৃদ্ধিতে আশ্বস্ত করেন। একিসাথে তিনি আর উল্লেখ করেন যে দেশের ভাবমূর্তি রক্ষা করা প্রত্যেক প্রবাসীর কর্তব্য। এছাড়াও বাংলাদেশে উন্নয়নে প্রবাসীদের ভূমিকা ও রেমিটেন্স প্রেরণে সংযুক্ত আরব আমিরাতের প্রবাসীদের অবদান নিয়ে আলোকপাত করেন। সবশেষে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে প্রবাসীদের আনন্দ বিনোদনের ব্যবস্থার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলকে নৈশভোজের মাধ্যমে আপ্যায়িত করা হয়।

প্রতিবছরের মত আবুধাবী বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে গত শনিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস- ২০২৪ উদ্যাপন করা হয়। “প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার” এই প্রতিপাদ্য সামনে রেখে দূতাবাস প্রাঙ্গণে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে দিবসটি উদযাপিত হয়। দূতাবাসের শ্রম কল্যাণ উইং এর কাউন্সিলর (লোকাল) জনাব মোসাঃ লুতফুন নাহার নাজিমের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দূতাবাসের চার্জ দি অ্যাফেয়ার্স জনাব মোহাম্মদ মিজানুর রহমান। পবিত্র কোরআন তেলাওয়াতের পর দিবসটি উপলক্ষে প্রেরিত রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টার বাণী পাঠ করে শোনান দূতাবাসের কর্মকর্তাবৃন্দ। এরপর ঢাকা থেকে পাঠানো প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক প্রবাসীদের কর্মসংস্থান ও তাদের কল্যাণবিষয়ক কার্যক্রম নিয়ে প্রস্তুতকৃত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। প্রামাণ্যচিত্র প্রদর্শন শেষে প্রবাসী কল্যাণে বাংলাদেশ দূতাবাসের ভূমিকা ও ২০২৪ সালের কার্যাবলী সকলের সামনে উপস্থাপন করেন দূতাবাসের শ্রম কল্যাণ উইং এর কাউন্সিলর জনাব হাজরা সাব্বির হোসেন। সেই সাথে তিনি দূতাবাসে প্রবাসীদের সেবার মান উন্নয়নে উপস্থিত প্রবাসী বাংলাদেশিদের মূল্যবান মতামত ও পরামর্শ আহ্বান করেন। প্রবাসী বাংলাদেশিরা স্বতস্ফুরতভাবে মুক্ত আলোচনায় অংশ নিয়ে দূতাবাসের সেবার মান আরো বৃদ্ধিতে গঠনমূলক পরামর্শ প্রদান করেন এবং তাদের মতামত লিখিত আকারে নির্দিষ্ট বক্সে জমা দেন। মুক্ত আলোচনা শেষে এই অনুষ্ঠানের মধ্যেই আন্তর্জাতিক শিশু দিবস ও জাতীয় শিশু সপ্তাহ ২০২৪ উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বাংলাদেশি শিশুদের মধ্যে বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়। এরপর আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতিয় প্রবাসী দিবস- ২০২৪ উপলক্ষে বিভিন্ন শ্রেণি-পেশার ১১ জন প্রবাসী ও একটি সেচ্ছাসেবী সংগঠনকে উত্তরীয় ও সনদ প্রদান করে সম্মানিত করা হয়। অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে চার্জ দি অ্যাফেয়ার্স জনাব মোহাম্মদ মিজানুর রহমান প্রথমেই সন্মাননা প্রাপ্ত কৃতী প্রবাসী সহ সকল প্রবাসী কর্মীদের আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতিয় প্রবাসী দিবসের অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেইসাথে প্রবাসীদের গুরুত্বপূর্ণ মতামতের জন্য তাদের ধন্যবাদ জ্ঞাপন করে তাদের দূতাবাসের সেবার মান আরো বৃদ্ধিতে আশ্বস্ত করেন। একিসাথে তিনি আর উল্লেখ করেন যে দেশের ভাবমূর্তি রক্ষা করা প্রত্যেক প্রবাসীর কর্তব্য। এছাড়াও বাংলাদেশে উন্নয়নে প্রবাসীদের ভূমিকা ও রেমিটেন্স প্রেরণে সংযুক্ত আরব আমিরাতের প্রবাসীদের অবদান নিয়ে আলোকপাত করেন। সবশেষে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে প্রবাসীদের আনন্দ বিনোদনের ব্যবস্থার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলকে নৈশভোজের মাধ্যমে আপ্যায়িত করা হয়।

Don`t copy text!