মহান বিজয় দিবস ও গুণীজন সম্মাননা প্রদান করেছে সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিল (বিসিআরসি) । ১৯ ডিসেম্বর বিকেলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) ভবনে এ আয়োজন করা হয়। এতে ছিলো “আমাদের মুক্তিযুদ্ধ ও আজকের বাংলাদেশ ” শীর্ষক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান । উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড, আনোয়ার উল্লাহ চৌধুরী। অনুষ্ঠান উদ্বোধন করেন বিএনপি চেয়ারপার্সন এর উপদেষ্টা সাবেক এম,পি জনাব জয়নুল আবেদীন ফারুক। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার আব্দুল্লাহ -আল -মামুন বিশিষ্ট আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট।
সম্মানিত অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন, জনাব তানভীর আহমেদ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, ঢাকা। আরও আমন্ত্রিত ছিলেন জনাব ওবায়দুর রহমান শাহীন ভারপ্রাপ্ত সভাপতি, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, মোঃ শহিদুল ইসলাম সভাপতি, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, জনাব খুরশিদ আলম সাধারণ সম্পাদক, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, মো:নূরুল হক ইমরান,সদস্য, নেত্রকোনা জেলা বিএনপি,মো: শামসুজ্জামান সম্রাট, সাবেক সহ সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, গাজীপুর মহানগর, সালামত খান সজীব, সাবেক সাংগঠনিক সম্পাদক, শেরেবাংলা নগর থানা বিএনপি, মো: আলমগীর খান,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক। অনুষ্ঠানে যথা সময়ে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি ব্রাইট গ্রুপের চেয়ারম্যান ডেইলি ব্রাইট বাংলাদেশের সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব লায়ন মাসুদ হাসান লিটন,, বিসিআরসির সাংগঠনিক সম্পাদক কিশোর ডি কস্তা সহ আরও গুণী ব্যক্তিবর্গ । বাংলাদেশ ক্রাইম রিপোর্টারস কাউন্সিলের যুগ্ন সাধারন সম্পাদক অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক সুমন চৌধুরীর পরিচালনায় সভাপতিত্ব করেন বিসিআরসির প্রতিষ্ঠাতা সভাপতি আলী আশরাফ আখন্দ। আলোচনা শেষে বিগত দিনে সাবেক চীফ হুইপ জয়নাল আবেদিন ফারুকের উপর পুলিশের অতর্কিত হামলার সময় শরীর থেকে খুলে ফেলা গেঞ্জিটি কুড়িয়ে সযত্নে রেখে দীর্ঘদিন পর তা এই মঞ্চ থেকে আনুষ্ঠানিকভাবে ফিরিয়ে দিয়ে আবেগে আপ্লুত হয়ে সেই অন্যায়ের বিচার দাবি করা হয়। এরপর বিজয় দিবসের আলোচনা শেষে বাংলাদেশে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের সম্মাননা প্রদান করা হয় । এতে শিক্ষা সেবায় বিশেষ অবদান রাখায় সম্মাননা গ্রহন করেন ব্রাইট গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব লায়ন মাসুদ হাসান লিটিন, সেরা যুব সংগঠক হিসাবে সম্মাননা গ্রহন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিনের আহবায়ক খন্দকার এনামুল হক এনাম, সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য মো:মতিউর রহমান সহ সভাপতি সিরাজগঞ্জ জেলা বিএনপি, সহ সভাপতি ডা: শফিকুর রহমান,সেরা সংগঠনের সভাপতি হিসাবে সম্মাননা গ্রহন করেন জাগরন প্রতিবন্ধি কল্যান সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি সোহেল রানা, সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য সিনিয়র সাংবাদিক ওয়াহিদ মুরাদ, সফল সংগঠক হিসাবে যাত্রাবাড়ী থানা ৬৫ নং ওয়ার্ড যুবদলের আহবায়ক মো: শাহ আলম এবং দক্ষ সংগঠক ও সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য সম্মাননা গ্রহন করেন দৈনিক ভোরের পাতার চীফ রিপোর্টার সুমন চৌধুরী। সম্মাননা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে অত্যান্ত শান্তিপূর্ন ভাবে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। অনুষ্ঠানে গান করেন আনোয়ার হোসেন, মেহেরুন আশরাফ,শম্পি জামান,হাসি, আলী সারোয়ার,নৃত্য শিল্পী সোহাগ ও তার দল সুন্দর দলীয় নৃত্য পরিবেশন করেন।