ঢাকাশুক্রবার , ২০ ডিসেম্বর ২০২৪
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় মৎস্য খামারে বিষ প্রয়োগে মাছ নিধন ও  থানায় অভিযোগ।। 

প্রতিবেদক
admin
ডিসেম্বর ২০, ২০২৪ ১১:০৩ অপরাহ্ণ
Link Copied!

কচুয়া প্রতিনিধি ॥

কচুয়ায় মৎস্য খামারে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ উঠেছে। মঙ্গলবার দিবাগত রাত ৩টার সময়  উপজেলার কচুয়া উত্তর ইউনিয়নের নোয়াদ্দা গ্রামে মানিক ও রাসেলের  মৎস্য খামারে এ ঘটনা ঘটে। খামারের মালিক মানিক মিয়ার  থানায় অভিযোগ সুত্রে জানা যায় তিনি তার বন্ধু রাসেলসহ ১২০শতক ডোবা জায়গা লীজ নিয়ে মাছ চাষ করে আসছে। মঙ্গলবার রাত ৩টার দিকে  দুস্কৃতিকারীগন পূর্বশত্রুতার জের ধরে মোটর সাইকেল যোগে তার বাড়ির পাশের খামারে বিষ প্রয়োগ করে। এতে  তার খামারে থাকা ৩ লক্ষ টাকার ১৫মন মাছ মারা যায়। বৃহস্পতিবার দুপুরে  কচুয়া থানার এসআই মো. মোশারফ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ঘটনার বিষয়ে খামারের মালিকদ্বয় ,বিবাদী ও স্থানীয়দের বিষয়টির ব্যাপারে জিজ্ঞাসাবাদ করেন। 

এ ব্যাপারে বুধবার মানিক মিয়া একই গ্রামের ভূইয়া বাড়ির আ: জলিল ও তার ৩ ছেলেকে বিবাদী করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। 

বিবাদী আ: জলিল জানান রাজনৈতিক কারনে হয়রানী করার জন্য আমি ও আমার ছেলেদের বিরুদ্ধে এ অভিযোগ দায়ের করা হয়েছে। 

ছবি: কচুয়ায় বিষ প্রয়োগে মাছ নিধন।

Don`t copy text!