কুলিয়ারচরে পুলিশের গুলিতে নিহত দুই বিএনপি নেতার স্মরণ সভা অনুষ্ঠিত
মোঃ আলী সোহেল, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :
কিশোরগঞ্জের কুলিয়ারচরে গত ৩১শে অক্টোবর-২০২৩ তারিখে শেখ হাসিনার পদত্যাগ এর দাবীতে অবরোধ চলাকালীন সময়ে উপজেলার ছয়সূতীতে পুলিশের গুলিতে নিহত ছয়সূতী ইউনিয়ন কৃষকদল সভাপতি শহীদ বিল্লাল হোসেন ও ছয়সূতী ইউনিয়ন ছাত্রদল সহ-সভাপতি শহীদ রেফায়েত উল্লাহর স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকালে উপজেলার ছয়সূতি ইউনিয়নের আরব আলীর চক বাজারে, ছয়সূতি ইউনিয়ন বিএনপির আয়োজনে উক্ত স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
ছয়সূতী ইউনিয়ন বিএনপি সভাপতি সালাউদ্দিন মুর্শেদ নিজামী বাবুল এর সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি নিবার্হী কমিটির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃশরীফুল আলম। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপি কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, কুলিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান নূরুল মিল্লাত, সাধারণ সম্পাদক, এম.এ হান্নান, কুলিয়ারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মোঃ শাহ আলম, কিশোরগঞ্জ জেলা কৃষকদল সভাপতি এডঃ মাজহারুল ইসলাম, ছাত্রদল কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মারুফ আল মুস্তফা মারুফ মিয়া, সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ নেভীন সহ কুলিয়ারচর উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ।
সভাটি সঞ্চালনা করেন, ছয়সূতী ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মোসলিম উদ্দিন রতন এবং কুলিয়ারচর উপজেলা যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম আলী।