ঢাকামঙ্গলবার , ১০ ডিসেম্বর ২০২৪
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

কুলিয়ারচরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ জন, আহত ৩

প্রতিবেদক
majedur
ডিসেম্বর ১০, ২০২৪ ৬:৪৪ অপরাহ্ণ
Link Copied!

কুলিয়ারচরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ জন, আহত ৩

মোঃ আলী সোহেল, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :

কিশোরগঞ্জের কুলিয়ারচরে মাইক্রোবাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজির ড্রাইভার সহ দুজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন সিএনজির অপর তিনযাত্রী।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কুলিয়ারচর উপজেলার ছয়সূতি ইউনিয়নের আলী আকবরি পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার দ্বাড়িয়াকান্দি গ্রামের শাহাবুদ্দিনের ছেলে সিএনজি চালক কালাম ওরফে কালা চাঁন (৪২) এবং পশ্চিম তাড়াকান্দি, রামদী গ্রামের মৃত গোলাপ মিয়ার ছেলে মোঃ রুবেল (৫০)।

আহতরা হলেন, উপজেলার রামদী, পশ্চিম তাড়াকান্দি গ্রামের মৃত গোলাপ মিয়ার ছেলে মোঃ রুবেল (৫০) এবং (অজ্ঞাত) এক নারী সহ তার পরিচয় পাওয়া যায়নি।

যানা যায়, সিএনজি চালক কালা চাঁন ভৈরব থেকে কটিয়াদীর উদ্দেশ্য চার জন যাত্রী নিয়ে রওনা হয়, কুলিয়ারচর আলী আকবরী পেট্রোল পাম্প সংলগ্ন স্থানে পৌঁছালে, কিশোরগঞ্জ থেকে আসা একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ ১২-০৩২৭) সিএনজিটর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনা স্থলেই সিএনজি চালক কালাম ওরফে কালা চাঁন ও যাত্রী হেলাল নিহত হয়। খবর পেয়ে কুলিয়ারচর থানা পুলিশ ও ভৈরব হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করেন। এবং আহতদের উদ্ধার করে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ভৈরব হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) হেলাল উদ্দিন জানান, খবর পেয়ে স্থানীয় জনতা ও কুলিয়ারচর থানা পুলিশের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।এবং নিহতদের পরিবারের আপত্তি না থাকায় লাশ হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, দুর্ঘটনা কবলিত সিএনজি ও মাইক্রোবাসটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। মাইক্রোবাসটির নম্বরপ্লেট দেখে চালক ও মালিককে শনাক্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিহা ফাতেমাতুজ-জহুরা।

Don`t copy text!