বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ, নবীনগর উপজেলা শাখার ১ম বর্ষ পূর্তি উদযাপন
মোঃ জাবেদ আহমেদ জীবন নবীনগর উপজেলা ব্রাহ্মণবাড়ীয়া প্রতিনিধি/
ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ, নবীনগর উপজেলা শাখার প্রথম বর্ষ পূর্তি উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত।
৯ ডিসেম্বর, সোমবার, নবীনগর মহিলা ডিগ্রী কলেজ অডিটোরিয়ামে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
প্রথমে দুপুর ১২টায় একটি জমকালো আনন্দ র্যালি দিয়ে অনুষ্ঠানের শুরু হয়।এর পর আলোচনা সভা শুরু হয় দুপুর ১২:৩০ দুপুর ১:৩০ মিনিটে বিভিন্ন ব্যক্তিত্বকে ক্রেস্ট বিতরণ করা হয়।বিকাল ৪টায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
উক্ত অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং সাবেক সাংগঠনিক সম্পাদক, কুমিল্লা বিভাগ জাতীয় নির্বাহী কমিটি, সায়েদুল হক সাঈদ।
প্রধান আলোচক হিসেবে ছিলেন এ.টি.এম. মমতাজুল করিম। প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মেহেদী হাসান-সাবেক ভাইস চেয়ারম্যান, নবীনগর উপজেলা পরিষদ।
এতে আরো উপস্থিত ছিলেন শুক্লা রাণী ভট্টাচার্য- নবীনগর মহিলা ডিগ্রী কলেজ।হেলাল উদ্দিন-চেয়ারম্যান, নবীনগর পূর্ব ইউনিয়ন পরিষদ।
মোঃ শাহাগীর মৃধা-সাধারন সম্পাদক, ব্রাহ্মণবাড়িয়া জেলা তৃণমূল সাংবাদিক ফোরাম।
মোঃ সুমন আলম-বিশিষ্ট ব্যবসায়ী, নবীনগর বড় বাজার।
আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন সঞ্জয় সাহা-সভাপতি, উপজেলা প্রেস ক্লাব, নধীনগর।জালাল উদ্দিন মনির-নবীনগর প্রতিনিধি, বিজয় টিভি।মোঃ শাহানূর খান আলমগীর- উপজেলা প্রতিনিধি, দৈনিক কালবেলা।শরিফ উদ্দিন রনি-সভাপতি, সাংবাদিক ঐক্য পরিষদ,হুমায়ুন কবির-সাধারণ সম্পাদক, নিউ মডেল প্রেস ক্লাব, নরীনগর।
শরিফ উদ্দিন সাধারণ সম্পাদক, নবীনপর রিপোর্টার্স ক্লাব।
সংগঠনটির সভাপতি হেলাল উদ্দিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সোহেল খানের সঞ্চালনায় আর উপস্থিত ছিলেন পারভেজ খান সার্বিক সহযোগীতায় হাবিবুর রহমান মুমেন, জানে আলম, মনির হোসেন, সামসুন নাহার জেরিন, কাজী মেহেদী হাসান, মাহবুব আলম ফাহিম সহ নবীনগর উপজেলার সাংবাদিক সুশীল সমাজ।