নানা আয়োজনে ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক দূর্নীতিবিরোধী দিবস পালন
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি \ “দূর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন করা হয়েছে।
দিবসটির শুরুতেই সোমবার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা। এ সময় জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় ও দূর্নীতি বিরোধী পতাকা উত্তোলন করা হয়। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয় এবং র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় দুর্নীতি দমন কমিশন ঠাকুরগাঁও সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক তাহসিন মুনাবীল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সোলেমান আলী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিথুন সরকারসহ অন্যান্যরা।
সভায় সারাদেশে ঘটে যাওয়া বিভিন্ন দূর্নীতি ও অনিয়ম বিষয়গুলো তুলে ধরে দূর্নীতি মুক্ত দেশ গড়তে আগামী প্রজন্মের তরুণদের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।