ঢাকাশনিবার , ৭ ডিসেম্বর ২০২৪
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটির কিশোরগঞ্জ জেলা কমিটি ঘোষণা

প্রতিবেদক
admin
ডিসেম্বর ৭, ২০২৪ ৯:২৩ অপরাহ্ণ
Link Copied!

মোঃ আলী সোহেল, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :

বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটির কিশোরগঞ্জ জেলা কমিটি ঘোষণা করা হয়েছে। মাহফুজুল হক খান জিকুকে সভাপতি এবং এম.আর সোহেলকে সাধারণ সম্পাদক করে শনিবার (০৭ ডিসেম্বর) সকাল ১০টায় বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আহম্মেদ হোসাইন ছানু এবং মহাসচিব মোঃ সৌরভ শেখ এর স্বাক্ষরিত ১৬ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে অন্যান্যরা হলেনঃ
০৩!(সহ-সাধারন সম্পাদক) মোঃমামুন মিয়া।
দৈনিক পথে প্রান্তরে,
০৪!(সিনিয়র সহ-সভাপতি) ইউসুফ ভুইয়া(রিগ্যান)। দৈনিক সংবাদ চিত্র,
০৫! (সহ-সভাপতি) মোঃসালেক হোসেন রনি। দৈনিক অগ্রযাত্রা ও মুভি বাংলা,
০৬! (সিনিয়র-যুগ্ম সাধারন সম্পাদক) সোহানুর রহমান সোহান।
বিজয় টিভি ও ঢাকা প্রতিদিন,
০৭! (যুগ্ম-সাধারন সম্পাদক নয়ন মিয়া। দৈনিক প্রতিদিনের কাগজ ও সমকালীন কাগজ,
০৮! (সাংগঠনিক সম্পাদক) ইফতেকারুল ইসলাম (সুমন)।দৈনিক সংবাদ চিত্র,
০৯! (যুগ্ম- সাংগঠনিক সম্পাদক) মোঃ নাঈমুজ্জামান নাঈম।
আমাদের সময়,প্রতিদিনের কাগজ,
১০!(প্রচার ও মিডিয়া বিষয়ক সম্পাদক) আল-আমিন, দৈনিক আমার সংগ্রাম,
১১!(উপ:প্রচার ও মিডিয়া বিষয়ক সম্পাদক) মোঃআলি সোহেল।
দৈনিক বাংলার অধিকার, দৈনিক দেশচিত্র।
১২! (দপ্তর সম্পাদক)মোহাম্মদ রুস্তম আলী। দৈনিক আজকের গোয়েন্দা সংবাদ।
১৩! (অর্থ বিষয়ক সম্পাদক) মোঃজোবায়ের।
ডি, এস, টিভি ও দৈনিক সংবাদ চিত্র,
১৪! (নির্বাহী সদস্য) খায়ের আহম্মেদ খন্দকার লিমন।
ডি, এস, সি টিভি ও দৈনিক সংবাদ চিত্র,
১৫!(নির্বাহী সদস্য)আবিদ হোসেন(কাজল)।
দৈনিক ভোরের বাংলা নিউজ,
১৬!(নির্বাহী সদস্য) শফিক নোমানী। দৈনিক বাংলার প্রতিচ্ছবি।

নবগঠিত কিশোরগঞ্জ জেলা কমিটির সকল নেতৃবৃন্দের প্রতি শুভেচ্ছাসহ অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটির কিশোরগঞ্জ জেলা কমিটি এর কেন্দ্রীয় ও কার্যনির্বাহী পর্ষদের সকল নেতৃবৃন্দ সহ সকল বিভাগ, জেলা- উপজেলা কমিটির নেতৃবৃন্দ।

Don`t copy text!