ঠাকুরগাঁওয়ে নারীদের উত্তপ্ত, বাঁধা দেয়ায় তরুণকে হত্যাচেষ্টা
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ওয়াজ মাহফিলে নারীদের উত্তপ্ত করার ঘটনায় বাঁধা দেয়ায় রুবেল নামে এক তরুণকে মারপিট করে গলা চেপে শ্বাসরোধ করে ও ছুরিকাঘাত করে হত্যার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় শুক্রবার (৬ ডিসেম্বর) রাতে ভুক্তভোগী তরুণ রুবেল বাদী হয়ে ঠাকুরগাঁওয়ের রাণীশকৈল থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন।
আসামীরা হলেন- রাণীশংকৈল উপজেলার কাশিপুর ইউনিয়নের নয়াবন্দর গ্রামের বিপ্লব আলীর ছেলে রায়হান আলী (২২), একই গ্রামের আজিজুর হকের ছেলে আব্দুর সরুব ওরফে সবুজ (২২), কফিল উদ্দীনের ছেলে সোহরাব আলী (২২), কাদিহাট জোতপাড়া গ্রামের খলিলের ছেলে সালমান (২২), একই গ্রামের আব্দুর রহিমের ছেলে মাসুদ রানা (২০) ও মালিবস্তি গ্রামের বাবুল আলীর ছেলে লিটন (২০)।
ভুক্তভোগী রুবেল বলেন, গত বুধবার (৪ ডিসেম্বর) কাশিপুর ইউনিয়নের মহারাজা মহিলা মাদরাসার একটি ওয়াজ মাহফিল হচ্ছিল। ওয়াজ চলাকালীন সময় সেখানে উপরোক্ত আসামীরা নারীদের উত্তপ্ত করছিল। বিষয়টি দেখতে পেয়ে ঐসব তরুণদের বাঁধা দেয়া হয়। এতে আসামীরা আমার ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে।
পরদিন বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাত ১১টার দিকে কাশিপুর ইউনিয়নের তজির উদ্দীনের পানের দোকানের পশ্চিম পাশের পাকা রাস্তা দিয়ে বাড়িতে ফিরছিলাম। এসময় আগে থেকে ওৎ পেতে থাকা আসামীরা রাস্তায় আমায় আটক করে অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করে। এসময় প্রতিবাদ করলে আসামীরা আমাকে বেধরক পেটায়। এক পর্যায়ে গলা চেপে শ্বাসরোধ করে হত্যার চেষ্টার করে এবং ছুরিকাঘাত করে জখম করে। এসময় আমার শারীরিক অবস্থা বেগতিক দেখে আসামীরা পালিয়ে যায়।
পরে স্থানীয় লোকজন গুরুত্বর জখম অবস্থায় ভুক্তভোগী রুবেলকে উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করে। এখনো ভুক্তভোগী রুবেল রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
এ ঘটনায় শুক্রবার (৬ ডিসেম্বর) ভুক্তভোগী রুবেল বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে রাণীশংকৈল থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন।
ভুক্তভোগী রুবেল বলেন, আসামীরা নারীদের উত্তপ্ত করছিল, আমি এতে বাঁধা দিয়েছিল; এজন্য আসামীরা আমাকে রাস্তায় একা পেয়ে মারপিট করে জখম করে এবং হত্যার চেষ্টা করে। আমি আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।
অভিযুক্ত আসামীদের মুঠোফোনে যোগাযোগ করা হলে তাদের পাওয়া যায়নি।
এ বিষয়ে রাণীশংকৈল থানার ওসি মুহাম্মদ আরশেদুল হক বলেন, রুবেল নামে এক তরুণকে মারপিট করে হত্যার চেষ্টার ঘটনায় থানায় একটি লিখিত এজাহার দিয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।