মোঃ আলী সোহেল, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :
মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে কিশোরগঞ্জের কুলিয়ারচরে প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) সকাল ১১ টার দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার সাবিহা ফাতেমাতুজ-জহুরা’র সভাপতিত্বে উক্ত প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
এসময় উক্ত সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. রাকীন মাশরুর খান, উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন, কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন পিপিএম, উপজেলা শিক্ষা অফিসার মো. আব্দুল আলীম রানা, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুশফিকুর রহমান, কুলিয়ারচর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফজলুর রহমান, উপজেলা সমবায় অফিসার মো. শহীদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তব কর্মকর্তা মো. ওমর ফরুক, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সেখ মোহাম্মদ মাসুদ রানা, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা জিপা সুলতানা, কুলিয়ারচর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর লিডার মো. ইলিয়াস ভূইয়া, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউপি প্যানেল চেয়ারম্যান মস্তোফা কামাল (কাজল), সালুয়া ইউপি চেয়ারম্যান মোঃ কাইয়ুম, উছমানপুর ইউপি প্যানেল চেয়ারম্যান মোঃ মোঃ লিটন মিয়া, সহ বীরমুক্তিযোদ্ধা, উপজেলার বিভিন্ন সরকারী দপ্তরের প্রধান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।