ঢাকামঙ্গলবার , ৩ ডিসেম্বর ২০২৪
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

নবীনগরে মোটরসাইকেল দূর্ঘটনায় কলেজ ছাত্র নিহত

প্রতিবেদক
admin
ডিসেম্বর ৩, ২০২৪ ১১:০৩ অপরাহ্ণ
Link Copied!

মোঃ জাবেদ আহমেদ জীবন নবীনগর উপজেলা ব্রাহ্মণবাড়ীয়া প্রতিনিধি।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মোটরসাইকেল দূর্ঘটনায় এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। জানা যায়
টিকটক ভিডিও বানাতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মো. রাফি (১৮) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। মঙ্গলবার (০৩ ডিসেম্বর) দুপুরে নবীনগর টু রাধিকা সড়কের নারুই (ব্রাহ্মণহাতা) গ্রামের পূর্ব পাশের বিলের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাফি উপজেলার পৌরসভার আলমনগর গ্রামের মোঃ শামসুল হকের ছেলে।তার পরিবারে দুই বোন, দুই ভাইয়ের মধ্যে রাফি ছিলো সবার ছোট। সে নবীনগর সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিল।

নিহতের চাচাতো ভাই মোঃ জামাল হোসেন জানান, রাফি কলেজের কাজ শেষ করে ওর বন্ধু থেকে জোর করে মোটরসাইকেল নিয়ে টিকটক বানাতে যায়।এ সময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের নিরাপত্তা পিলারে ধাক্কা লেগে গুরুতর আহত হন। উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ সময় বন্ধুদের ধারণ করা ভিডিওতে দেখা যায়, মোটরসাইকেল টি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বাঁকে নিরপত্তা পিলারে ধাক্কা লেগে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। সেখানে নেওয়ার পথে তার মৃত্যু হয়।এ বিষয় এ
নবীনগর থানার ওসি আবদুর রাজ্জাক জানান, এ সংক্রান্ত একটি সংবাদ শুনেছি। তবে এখন পর্যন্ত এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি।

Don`t copy text!