ঠাকুরগাঁওয়ে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঠাকুরগাঁও জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ নভেম্বর) সকাল দশটায় ” শ্রম জীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন অনিবার্য” স্লোগান কি ধারণ করে ঠাকুরগাঁও শহরের মির্জা রুহুল আমিন পৌর মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
দ্বি- বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে নবনির্বাচিত কমিটির সদস্যবৃন্দদেরকে শপথ বাক্য পাঠ করান এবং শ্রমনীতি বাস্তবায়নের লক্ষ্যে বক্তব্য দেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি ও রংপুর অঞ্চল পরিচালক গোলাম রব্বানী।
এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান উপদেষ্টা,বিশেষ অতিথি ঠাকুরগাঁও জেলা জামায়াতের সাবেক আমির অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম, জেলা জামায়াতের আমির ও জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান উপদেষ্টা অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান, জেলা জামায়াতের সেক্রেটারি ও শ্রমিক কল্যাণের উপদেষ্টা মোহাম্মদ আলমগীর, জেলা ওলামা পরিষদের সভাপতি মাওলানা ফজলে রাব্বী মোর্তাজাবি প্রমুখ।
এসময় সম্মেলনে উপস্থিত ছিলেন,শ্রমিক কল্যাণ ফেডারেশনের রংপুর অঞ্চলের সহকারি পরিচালক অধ্যাপক আবুল হাসেম বাদল, রংপুর অঞ্চলের সহকারি পরিচালক মুনিরুজ্জামান জুয়েল, ঠাকুরগাঁও জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি ও জেলা শ্রমিক কল্যাণের উপদেষ্টা অধ্যক্ষ কফিল উদ্দিন আহমদ।
সম্মেলনে আগামী ২০২৫-২৬ সালের জন্য মতিউর রহমানকে সভাপতি, বদরুল ইসলামকে সহসভাপতি, সাইফুল ইসলামকে সাধারণ সম্পাদক, আল মামুন ইসলামকে সহ-সাধারণ সম্পাদক ও ইব্রাহিম খলিলকে সাংগঠনিক সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে রংপুর অঞ্চলের পরিচালক গোলাম রব্বানী বলেন, শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের লক্ষ্যে ঠাকুরগাঁও জেলায় শ্রমনীতি বাস্তবায়নের যোদ্ধা হিসেবে আপনাদের সামনে ৩ জন নিবেদিত মানুষকে প্লেস করে যাচ্ছি, তারা হলেন, বার বার কারাবরণকারী সাবেক জেলা আমির মাওলানা আব্দুল হাকিম, জেলা আমির বেলাল উদ্দিন প্রধান এবং ফ্যাসিস্ট সরকারের আমলে নির্যাতিত, নিপীড়িত সাবেক কেন্দ্রীয় শিবিরের সভাপতি দেলোয়ার হোসেন।