ঢাকারবিবার , ২৪ নভেম্বর ২০২৪
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

ফেন্সি স্কিন কেয়ার প্রোডাক্টসের নতুন আউটলেট উদ্বোধন

প্রতিবেদক
majedur
নভেম্বর ২৪, ২০২৪ ১০:০০ অপরাহ্ণ
Link Copied!

স্বাস্থ্য সচেতন নারী ও পুরুষদের জন্য ত্বকের যত্ন ও সুরক্ষায় রাজধানীতে সুলভ মুল্যে মিলছে স্কিন কেয়ারের নানা পন্য। ক্রেতা সাধারণের সুবিধার্থে রাজধানীর মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটির লেভেল ২ তে যাত্রা শুরু করলো ফেন্সি স্কিন কেয়ার প্রোডাক্টস লিমিটেড কোম্পানির নতুন একটি আউটলেট। এখান থেকে আগ্রহী ক্রেতারা তাদের ত্বকের সুরক্ষায় নানাবিধ পন্য এখান থেকে সহজেই কিনতে পারবেন। জমকালো আয়োজনে ফিতা কেটে নতুন এই আউটলেটের উদ্বোধন করেন জনপ্রিয় মডেল ও আরজে নিরব। এ সময় আরও উপস্থিত ছিলেন মডেল অভিনেত্রী জারা জেরিন খান, সঙ্গীতশিল্পী অন্তর রহমান, ফেন্সি স্কিন কেয়ারের কোম্পানির প্রতিষ্ঠাতা ফেন্সি ফ্রান্সিসকা সুমেরসহ শতাধিক গণমাধ্যমকর্মী এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

শোরুমের উদ্বোধন করে আরজে নীরব বলেন, ফেন্সি স্কিন কেয়ার প্রোডাক্টসের নতুন শোরুমে এসে আমি আনন্দিত। তাদের প্রত্যেকটি পন্যের গুণ এবং মান নিয়ে আশাবাদী। আমার ভক্তদের বলব তারাও যেন এই প্রতিষ্ঠানের পন্যগুলো ব্যবহার করেন। ফেন্সি স্কিন কেয়ার প্রোডাক্টসগুলো সকল স্বাস্থ্য সচেতন তরুণ-তরুণীদের আস্থার জায়গা হতে পারে। মডেল জেরিন জারা বলেন ফেন্সি স্কিন কেয়ার প্রোডাক্টসের নতুন শোরুমের পরিবেশ, ডেকোরেশন আমার খুব ভালো লেগেছে। আমি ফেন্সির প্রায় সব পন্যই ব্যবহার করি। আমার বিশ্বাস জাপান গার্ডেন সিটির মতো উন্নত এলাকায় ফেন্সি স্কিন কেয়ার প্রোডাক্টসগুলো গুণগত মানের কারণেই তরুণীদের মন জয় করবে। ক্রেতাদের সেবা এবং বিশ্বস্ততা রক্ষায় সর্বদা চেষ্টা করবে ফেন্সি স্কিন কেয়ারের পন্যগুলো। আমি আমার ভক্ত এবং শুভাকাঙ্খীদের বলব এখানকার পন্যগুলো ব্যবহার করতে। সবার জীবন সুন্দর ও আনন্দময় হোক এই প্রত্যাশায় সবার জন্য শুভকামনা রইলো। ফেন্সি স্কিন কেয়ার প্রোডাক্টস লিমিটেড কোম্পানির প্রতিষ্ঠাতা ফেন্সি ফ্রান্সিসকা সুমের বলেন বিগত আট বছর ধরে অনলাইনে আমরা আমার কোম্পানির বিভিন্ন পন্য ক্রেতাদের কাছে পৌঁছে দিয়েছি। এখন থেকে এই নতুন শোরুমে আগ্রহী ক্রেতারা সুলভ মুল্যে পন্য কিনতে পারবেন। এখানকার পন্যগুলো রিয়ের এবং অথিন্টিক, যেগুলোর লিগ্যালিটি এবং প্রসিডিউর স্পষ্ট। তিনি বলেন আমাদের পন্যগুলোর কোন সাইডইফেক্ট নাই। নাইটক্রিম, হেয়ার এসেন, সেরাম এসেন, লিকুয়েড এসেন থেকে শুরু করে বিশেষ করে ওয়েট লস জাতীয় বিভিন্ন ধরণের হাই কোয়ালিটির পন্য আকর্ষণীয় বিশেষ ছাড়ে পাওয়া যাবে। আমরা ক্রেতা এবং ভোক্তারদের সর্বোচ্চ সেবায় সর্বদা প্রস্তুত। আমাদের প্রতিটি পন্যর গুণগত মান রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ। ভোক্তাদের ত্বকের যত্ন ও সুরক্ষায় ফেন্সি স্কিন কেয়ার প্রোডাক্টগুলো ব্যবহার করার অনুরোধ জানান তিনি।

তিনি আরও বলেন, আমরা আমাদের পন্যগুলো সরাসরি ইমপোর্ট করি। বিএসটিআই অ্যাপ্রুভাল আছে। আমরা যদি ৫০০০/১০০০ পিস ও প্রোডাক্ট নিয়ে আসি সেগুলো বিএসটিআই অ্যাপ্রভ হয়ে বাংলাদেশের ঢোকে। আমাদের আট বছরের সিগনেচার আইটেমের মধ্যে আছে জেনিসং ইন ক্রিম, কেটি ক্রিম আর সি সি ক্রিম, কেটি বস সিরাম। আমাদের আপুরা যেগুলা ইউজ করে এখন অব্দি দেয়নি। প্রত্যেকটি পন্যের মানের ব্যপারে আমরা শতভাগ নিশ্চয়তা দিচ্ছি। প্রসঙ্গত রাজধানীর সীমান্ত সম্ভারে ফেন্সি স্কিন কেয়ারের আরও একটি শোরুম রয়েছে। গত ২ আগষ্ট শোরুমটির যাত্রা শুরু হয়। পাশাপাশি রাজধানীর বাইরে রাঙামাটি ও খাগড়াছড়িতে ও একটি শোরুম শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে।

Don`t copy text!