রাউজান প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা
যীশু সেন, বিশেষ প্রতিনিধি :
রাউজান প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির সাথে মতবিনিময় সভা গত ১৯ নভেম্বর মঙ্গলবার বিকালে রাউজান উপজেলা পরিষদে কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রাউজান প্রেসক্লাবের সভাপতি মাওলানা এম বেলাল উদ্দীন (দৈনিক ইনকিলাব)। সঞ্চালনায় ছিলেন নব-নির্বাচিত সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন রানা (গ্লোবাল টিভি ও দৈনিক সময়ের কাগজ)। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অংগ্যাজাই মারমা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রিদুয়ানুল ইসলাম।
বক্তব্যে রাখেন সাবেক সভাপতি মীর মুহাম্মদ আসলাম (দৈনিক আজাদী ও যায়যায়দিন), সাবেক সভাপতি শফিউল আলম (দৈনিক জনকণ্ঠ ও সুপ্রভাত), সাবেক সভাপতি প্রদীপ শীল ( দৈনিক সমকাল ও বীর চট্টগ্রাম মঞ্চ)।
উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক এস এম ইউসুফ উদ্দিন (দৈনিক প্রথম আলো), সাবেক সাধারণ সম্পাদক গাজী জয়নাল আবেদীন জুবায়ের ( দৈনিক ইত্তেফাক ও সিপ্লাস টিভি), বর্তমান কমিটির সিনিয়র সহ -সভাপতি এম রমজান আলী (দৈনিক ভোরের কাগজ), সহ-সভাপতি শাহেদুর রহমান মোরশেদ (দৈনিক নয়াদেশ), মো. হাবিবুর রহমান (আমাদের সময়) , যীশু সেন (দৈনিক ইনফো বাংলা), সিনিয়র সদস্য কামরুল ইসলাম বাবু (দৈনিক অর্থনীতি), সিনিয়র সদস্য কামাল উদ্দিন হাবিবী (দৈনিক সাঙ্গু ও খোলা কাগজ) , যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান আনছারী (দৈনিক আমার সংবাদ) , আমির হামজা (দৈনিক সময়ের আলো), সহ-সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন সাজ্জাদ (দৈনিক বাংলাদেশ পোস্ট), সাংগঠনিক সম্পাদক মো. আবিদ মাহমুদ (দৈনিক সকালের সময়), দপ্তর সম্পাদক রতন বড়ুয়া ( দৈনিক শাহ আমানত), অর্থ সম্পাদক আনিসুর রহমান (দৈনিক সংবাদ), প্রচার ও প্রকাশনা সম্পাদক রয়েল দত্ত (দৈনিক আজকে চট্টগ্রাম)। প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার অংগ্যাজাই মারমা বলেন রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ স্বাধীন সংবাদপত্র। যুগ যুগ ধরে মানুষ সংবাদ, সংবাদপত্র, স্বাধীন গণমাধ্যমের ওপর গুরুত্ব দিয়েছে, আবার এটিও উপলব্ধি করেছে, সংবাদপত্রের স্বাধীনতা যদি সঠিকভাবে ব্যবহার করা না হয় অথবা সংবাদ মাধ্যম যদি কোনো দুরভিসন্ধি নিয়ে অসত্য বা মিথ্যা সংবাদ প্রচার করে, তা দেশ,জাতি ও সমাজের ক্ষতির কারণ হতে পারে। তিনি আরো বলেন সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ দেশের ও সমাজের কল্যাণ বয়ে আনে। আপনাদের সব ধরনের সহযোগিতা করা হবে। দেশ ও জাতির কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ। বিশেষ অতিথি রাউজান উপজেলা সহকারী কমিশনার ভূমি ও পৌরসভার প্রশাসক রিদুয়ানুল ইসলাম বলেন -আপনাদের লেখনীর মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারি, অন্যার বিরুদ্ধে ব্যবস্থা নিতে সহযোগিতা হয়। সভাপতি এম বেলাল উদ্দিন বলেন অর্থনীতিবিদ অমর্ত্য সেন বলেছিলেন কোনো দেশে স্বাধীন গণমাধ্যম থাকলে সে দেশে দুর্ভিক্ষ হানা দিতে পারে না।