মুন্সীগঞ্জে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয়
ফরহাদ হোসেন জনি,
মুন্সীগঞ্জে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় ও কেক কাটার মধ্য দিয়ে ন্যাশনাল ইয়ুথ ব্লাড সার্ভিসের ৪র্থ তম প্রতিষ্ঠাবার্ষীকি পালন করেছে স্বেচ্ছাসেবী সংগঠনটি।
১৬ নভেম্বর শনিবার বেলা ৯ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত সদর উপজেলার ডিসি পার্ক চত্তরে এ কর্মসূচি পালন করা হয়। দিনব্যাপী এই কর্মসূচিতে প্রায় ২শতাধিক মানুষ তাদের রক্তের গ্রুপ নির্নয় করেন।
বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচিতে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ইয়াসিন আহমেদ বলেন , বর্তমানে যেকোনো মুহুর্তে রোগীদের জন্য রক্তের প্রয়োজন হয়। প্রত্যন্ত এলাকার মানুষেরা অধিকাংশই তাদের রক্তের গ্রুপ সম্পর্কে অবহিত না। বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থীরাও অনেকে তাদের রক্তের গ্রুপ জানে না। এজন্য আমরা তাদেরকে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানে উদ্বুদ্ধ করতে এ আয়োজন করেছি।
রক্তের গ্রুপ নির্ণয় করতে আসা কয়েকজন শিক্ষার্থী এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, মুন্সীগঞ্জে ন্যাশনাল ইয়ুথ ব্লাড সার্ভিস সংগঠনটি এটি খুব ভালো একটি উদ্যোগ নিয়েছে। যার ফলে আমরা অনেকে রক্তের গ্রুপ জানতে পেরেছি। পাশাপাশি আমাদের পরিবার কিংবা আমাদের কোনো আত্মীয়-স্বজনের জন্য রক্ত লাগলে আমরা রক্ত দিতে পারব।
এসময় আরো উপস্থিত ছিলেন, সংগঠনটির সহ-সভাপতি ফয়সাল আহমেদ জিকু, সাধারণ সম্পাদক মোঃইহসান আহমেদ, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আরিনা আক্তার মিম, সাংগঠনিক সম্পাদক রাইসুল ইসলাম রাফি, যুগ্ম সাংগঠনিক সম্পাদক হাসনা হেনা, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক রিজোয়ানুল ইসলাম, কোষাধ্যক্ষ জান্নাতুল ফেরদৌস সামারা, আইন সম্পাদক আব্দুল্লাহ বিন আক্তার, কার্যকারী সদস্য মু.শেখ ফরিদ পলক, পারভেজ, হাসান, তানিম প্রমুখ।