কবি থই নূরুল আমিন 🌴
যেন একেবারে টাটকা শাকসবজির মতো
দামদর হেঁকে সরাসরি যৌবন কেনাবেচা চলছে
এ যেন প্রতি ঘরে ঘরে, হোটেলে মোটেলে রিসোর্স
যৌবনের দাম যেন চড়া মূল্য, হাজার থেকে কোটি।
কখনও কখনও দাম আরো বেশি, মিলিয়ন বিলিয়ন
মুন্নী বাঈরা শুধু যৌবন বেচার গ্রাহক খোঁজে খোঁজে
সাত সমুদ্র তেরো নদী পাড়ি দিয়েছিল বহরে
এখনো বাজার মন্দ না, যৌবন বেচাকেনা সব রাজ্যে।
এখানে লোকসান নেই, অবশেষে মুন্নী বাঈ মানি মুন্নী
এই নামেই পদবী দিয়ে দেয় , ইষ্ট ইন্ডিয়া কোম্পানি
পৃথিবীর সকল নামকরা তারকারা কেউ বাহিরে নয়
তারা কেউ কোম্পানি, সন্ধান দাতা, কেউ খরিদদার।
এখানে সবচেয়ে দামি হলো মন গহীনের যৌবন,
হীরা, সর্প বিষ, মানিক রতন কাঞ্চন ও তুচ্ছ
যেন একেবারে জীবন্ত পশু প্রানীর মতো কষাকষি
এই বন্দরে কোনো দর্শক নেই, সবাই ক্রেতা বিক্রেতা।