ঢাকাবুধবার , ৬ নভেম্বর ২০২৪
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

পলিথিনের বিরুদ্ধে কুড়িগ্রামে ভ্রাম্যমাণ আদালতের অভিযান; বিপুল পরিমাণ পলিথিন জব্দ ও জরিমানা

প্রতিবেদক
majedur
নভেম্বর ৬, ২০২৪ ৪:৩১ পূর্বাহ্ণ
Link Copied!

পলিথিনের বিরুদ্ধে কুড়িগ্রামে ভ্রাম্যমাণ আদালতের অভিযান; বিপুল পরিমাণ পলিথিন জব্দ ও জরিমানা

মোঃ হামিদুল ইসলাম,কুড়িগ্রাম জেলা প্রতিনিধি//

কুড়িগ্রাম জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে শহরের আদর্শ পৌরবাজারে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।

মঙ্গলবার (১১ নভেম্বর) উক্ত ভ্রাম্যমান আদালত পরিচালনা কালে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন,১৯৯৫ (সংশোধিত ২০১০)এর ৬(ক) ধারা ভঙ্গের অপরাধে একটি দোকানে অভিযান চালিয়ে ৫ কেজি পলিথিন শপিং ব্যাগ জব্দ ও সতর্কতামূলক ৩ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয় এবং অপর আরেকটি দোকানে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০ লঙ্ঘনের দায়ে ২ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নেতৃত্ব প্রদান করেন কুড়িগ্রাম জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বদরুজ্জামান রিশাদ এবং এসময় প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম ও জেলা পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুল আউয়াল।

উক্ত অভিযান পরিচালনাকালে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ মজুদ, ক্রয়-বিক্রয় ও ব্যবহার না করার জন্য নির্দেশনাও প্রদান করা হয়।

এ সময় কুড়িগ্রাম পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম বলেন, পলিথিনের উৎপাদন ও ব্যবহার বন্ধে সরকার কাজ করে যাচ্ছে।পলিথিনের বিকল্প হিসেবে পাটের তৈরি সামগ্রী,কাপড়ের ব্যাগ ও কাগজের ঠোঙ্গার ব্যবহার বাড়াতে হবে। পলিথিনের ক্ষতিকর দিক থেকে আগামী প্রজন্মকে রক্ষা করতে হবে। এ বিষয়ে সর্বস্তরের মানুষের মধ্যে জনসচেতনতা সৃষ্টি করতে সরকারের পাশাপাশি সবাইকে এ ব্যাপারে কার্যকর ভূমিকা পালন হতে হবে। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম।

Don`t copy text!