পটুয়াখালী জেলা প্রতিনিধি।
সংশোধনী নিউজ,,
পটুয়াখালী দশমিনা এলএসডি খাদ্য গোডাউনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রাসেল হাওলাদার (খাদ্য পরিদর্শক)’র বিরুদ্ধে নানা অনিয়ম দূর্নীতির অভিযোগ এনেছে একটি কুচক্রী মহল। সংবাদপত্রে দাবি করা হয় সে বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা কলেজ শাখা
র সাবেক সদস্য ও বাংলাদেশ ছাত্র লীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ইনান’র নিকটতম আত্মীয় কিন্তু তদন্তপূর্বক জানা যায় সে ঢাকা কলেজের ছাত্র ছিলেন না এবং তিনি রাজনীতির সাথেও যুক্ত নন। ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইনানের সাথে তার কোন আত্মীয়তার সম্পর্ক কিংবা দূরতম কোন সম্পর্কের কথা সরেজমিন গিয়ে পাওয়া যায়নি । তিনি দশমিনা খাদ্য গোডাউনে যোগদানের পর থেকেই রাজনৈতিক পরিচয় ব্যবহার করে সর্ব মহলে নিজেকে জাহির করে প্রভাব বিস্তার করে চাকুরি জীবন পার করে এসেছেন, এমন সংবাদের তদন্ত করে দশমিনার সাধারণ মানুষ ও সংবাদ কর্মিদের মাধ্যমে জানা যায় তিনি কখনোই কোন প্রভাব খাটানোর চেষ্টা করেন নি এবং তাকে সজ্জন বলেই আমরা জানি।
তবে এ বিষয়ে সংবাদ প্রচার করার আগ পর্যন্ত পটুয়াখালী দশমিনা খাদ্য গোডাউনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রাসেল হাওলাদারকে মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তার সাথে যোগাযোগ করা যায়নি যখনই নিউজটি চারদিকে ছড়িয়ে পড়ে এবং মানুষের মনে বিভিন্ন ধরনের চাঞ্চল্যকর সৃষ্টি হয়।
তবে ০২-১১-২০২৪ ইংরেজি তারিখ সকাল আনুমানিক দশটার দিকে রাসেলের সাথে মুঠো ফোনে যোগাযোগ করা সম্ভব হয়েছে তার পরে এই নিউজ এর কিছু বিষয় রাসেলের কাছে জানতে চাইলে রাসেল বলেন আমি দীর্ঘদিন ৩ বছর যাবত পটুয়াখালী দশমিনা খাদ্য গোডাউনের ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিয়োজিত আছি এবং আমি সততার সাথে আমার দায়িত্ব পালন করে আসছি। কিছু লোক আমার বিরুদ্ধে এই ধরনের মিথ্যা এবং ভিত্তিহীন তথ্য দিয়েছে তার কারণ ৫ আগস্ট পট পরিবর্তনের পর খাদ্যগুদামের লেবার সরদার পরিবর্তন করার জন্য কয়েকজন স্থানীয় লোক তাদের মনোনীত লোককে সেখানে নিয়োগের জন্য আবদার করেন। কিন্তু গোডাউন সরদার স্থানীয়দের মাধ্যমে নিজের অবস্থান ধরে রাখেন ফলে অন্যপক্ষ তাকে ফাসানোর জন্য ওসি এল এসডি কে জড়িয়ে ভিত্তিহীন তথ্য দিয়ে আমাকে হেনস্তা করার জন্য গোডাউনের সাথে সংশ্লিষ্ট নন এমন জনৈক ব্যক্তিকে দিয়ে ভিডিও প্রচার করেন।
এ ব্যাপারে জানতে দশমিনা উপজেলা খাদ্য নিয়ন্ত্রণক মাহামুদুল হাসান’র মুঠোফোনে কয়েক বার কল দিলেও প্রতিবারই তার ফোন কল ব্যাস্ত থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।