ঢাকাশনিবার , ২ নভেম্বর ২০২৪
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

বাঁশের তৈরি গ্যালারীতে বসে খেলা দেখছেন শত শত দর্শক সিরাজদিখানে

প্রতিবেদক
admin
নভেম্বর ২, ২০২৪ ১১:০১ পূর্বাহ্ণ
Link Copied!

সিরাজদিখানে সাব্বির স্মৃতি স্মরণে কেবিএফসি ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল খেলা ২০২৪ অনুষ্ঠিত
বাঁশের উপর বাঁশ ফেলে তৈরি করা ভিন্ন ধর্মী এই গ্যালারিতে বসে খেলা দেখছেন শত শত দর্শক, বাঁশের তৈরি গ্যালারিতে বসে স্টেডিয়ামে খেলা দেখার অনুভূতি পাচ্ছেন স্থানীয়রা, প্রত্যন্ত গ্রামের মাঠে একটু, আরাম করে খেলা দেখতেই এমন ব্যতিক্রম ব্যবস্থা স্থানীয়দের, একদিকে গ্রাম বাংলার ঐতিহ্য আর জনপ্রিয় খেলা ফুটবল অন্যদিকে দৃষ্টিনন্দন বাঁশের গ্যালারি, বলে এই বাঁশের তৈরি গ্যালারীতে বসে খেলা দেখতে হুমরি খেয়ে পড়েন মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার বালুচর, কুমারখালী কালিনগর সহ কয়েক গ্রামের মানুষ, বাঁশ দিয়ে তৈরি করা হলেও বেস শক্তিশালী এই গ্যালারি।
শুক্রবার বিকেল ৪ টায় সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের খাসমহল বালুচর খেলার মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

প্রতিবছর ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে থাকে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের, খাস মহল বালুচর ফুটবল ক্লাব (কে.বি.এফ.সি) এই বছর তার ব্যতিক্রম হয়নি,দর্শকদের বিনোদন দেওয়ার পাশাপাশি তাদের বসার ব্যবস্থা করার লক্ষে বাঁশের গ্যালারি তৈরি করা হয়েছে বলে দাবি আয়োজকদের, খেলার মাঠে এমন
গ্যালারি,
আকর্ষণীয় হয়ে উঠেছে সবার কাছে। শিশু-কিশোরসহ বৃদ্ধরা এসেছেন ফুটবল খেলা আর এই গ্যালারির টানে।
হুমায়ুন কবিরের সঞ্চালনায়, প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বালুচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোহাম্মদ আওলাদ হোসেন, এবং
বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বালুচর ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুল লতিফ, প্রধান পৃষ্ঠাপোষক সাহিদ ওমর বকূল, কাশেম মেম্বার, রাসেল মেম্বার, শহিদ বাউল, নেওয়াকত আলী মেম্বার সহ গুনীজনরা।

এই টুর্নামেন্টে কয়রাখোলা দিশারি সংঘ বনাম খাসমহল বালুচর ফুটবল ক্লাব অংশ নেয়,নির্ধারিত ৫০ মিনিটের খেলায়-০গলো হলে, পরে ট্রাইবেকারে কয়রাখোলা দিশারি সংঘ বিজয় লাভ করে,পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

আরিফুল ইসলাম খান সিরাজদিখান
০১৭৭৮৮০৫১১১

Don`t copy text!