৬ মাস গর্ভবর্তী এক মানসিক ভারসাম্যহীন নারীর পরিবারের সন্ধান যাচ্ছে পুলিশ ও হাসপাতাল কতৃপক্ষ। গত চার দিন ধরে আমেনা (১৯) নামের ওই মানসিক ভারসাম্যহীন নারী কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের প্রসূতি বিভাগে চিকিৎসাধীন রয়েছে।
শুক্রবার (১ নভেম্বর) পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গত ২৭ অক্টোবর অজ্ঞাতনামা এক ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ওই নারীকে হাসপাতালে রেখে চলে যায়। পরে হাসপাতাল কতৃপক্ষ তার পরিক্ষা নিরীক্ষা করে গর্ভে ৬ মাসের সন্তান আছে বলে নিশ্চিত হন। পরে সেখানেই তার চিকিৎসা চলছে। এমন অবস্থায় ওই নারীর ঠিকানা খুঁজছে পুলিশ ও হাসপাতাল কতৃপক্ষ।
কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শাহিনুর রহমান সর্দার শিপন বলেন, ওই মানসিক ভারসাম্যহীন নারী সুস্থ সফল রয়েছে। এবং হাসপাতালের চিকিৎসাধীন রয়েছে। তবে মাঝে মাঝে হাসপাতালের বাহিরে চলে যায়, সেক্ষেত্রে একটু ঝুঁকি থাকে। আমরা প্রসাশনকে বিষয়টি জানিয়েছি।
কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম বলেন, নাম পরিচয় বিহীন এক মানসিক ভারসাম্যহীন গর্ভবর্তী নারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। হাসপাতাল কতৃপক্ষ বিষয়টি আমাদের জানায়। পরে আমরা সব থাকায় ম্যাসেজ দিয়েছি। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন উপায়ে খোঁজ করছি।