ঢাকাশুক্রবার , ১ নভেম্বর ২০২৪
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

নবীনগরের রিপন মুন্সির জবরদখল ও হামলা মিথ্যে মামলা থেকে বাঁচতে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা।

প্রতিবেদক
admin
নভেম্বর ১, ২০২৪ ৫:০১ অপরাহ্ণ
Link Copied!

ব্রাহ্মণবাড়ীয়া জেলার নবীনগর উপজেলার ২১ নং কাইতলা উত্তর ইউনিয়নের ক্ষতিগ্রস্ত ১০/১২ টি পরিবারের লোকজন,একই ইউনিয়ন এর ভূমিদস্যু রিপন মুন্সির বিরুদ্ধে জমিদখল, সন্ত্রাসী কার্যকলাপ সহ বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনকে পুঁজি করে মোটা অংকের টাকা দিয়ে দুই /

তিনটি পরিবারের লোকজনের বিরুদ্ধে ঢাকা, ব্রাহ্মণবাড়িয়ায় রাজনীতি মিথ্যে হত্যা মামলায় অন্তর্ভুক্ত করে তাদেরকে হয়রানি করে যাচ্ছে। পাশাপাশি তার সন্ত্রাসী পেটোয়া বাহিনী ধারা অত্যাচার নির্যাতন নিপীড়ন এর ধারাবাহিকতা অব্যাহত রেখেছে। ভূমিদস্যু রিপন মিয়া ও তার সন্ত্রাসী বাহিনীর এইরূপ কার্যকলাপের বিভিন্ন অভিযোগ এনে ৩১ অক্টোবর ব্রাহ্মণবাড়ীয়া প্রেসক্লাবের সামনে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেন এলাকার নির্যাতিত নিপীড়িত ক্ষতিগ্রস্ত বাড়িঘর ছেড়ে মানবতা জীবন যাপন করা পরিবারগুলো।
এ সময় উপস্থিত ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজনরা জানান,
কাইতলা উত্তর ইউনিয়ন এর মিথ্যা মামলাবাজ ষড়যন্ত্রকারী নিরীহ কৃষকদের তিন ফসলী কৃষি সম্পত্তিসহ ষড়যন্ত্রমূলক মানুষের ভিটি বাড়ি প্রতারণার মাধ্যমে জবর দখলকারী সন্ত্রাসী রিপন মুন্সির ভূমি দস্যুতার কবলে পরে
নারুই, ব্রাহ্মণহাতা, নোয়াগাঁও, রুদ্রাক্ষ বাড়ী,নসড়াবাড়ী,নাটঘর গ্রাম সহ আরো কয়েকটি গ্রামের বাসিন্দা তাদের জমিজমা হারিয়ে নিঃস্ব হয়ে নিজ গ্রাম ছেড়ে বিভিন্ন জেলাতে আশ্রয় নিয়ে মানবেতর জীবনযাপন করছে।
কাইতলার উত্তর ইউনিয়নের ত্রাস ভূমি লিপ্সু,ভূমিপিপাসু জবরদখলকারী নামধারী শিল্পপ্রতি সন্ত্রাসী রিপন মুন্সির ষড়যন্ত্রের স্বীকার হয়ে আমরা কয়েকটি গ্রামের মানুষ আজ সর্বস্বান্ত হয়ে পরে-ও রিপন মুন্সির এবং তার সন্ত্রাসী বাহিনী দ্বার প্রাণ হারানো পঙ্গুত্ব হওয়ার ভয়ে নিজ এলাকায় যেতে পারছি না। আগে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের দোসর হিসেবে স্থানীয় সাবেক এমপি বুলবুল সাব ও ফয়জুর রহমান বাদল,ওবায়দুল মোকতাদীর সহ অনেক আওয়ামী লীগের জনপ্রতিনিধির নির্বাচনে অর্থ দিয়ে সহযোগিতা করেছেন এই রিপন মুন্সি এমন কি আওয়ামী লীগের সদ্য সাবেক এমপি ফয়জুর রহমান বাদলের নির্বাচনে নির্বাচন পরিচালনা কমিটিতে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে ছিলেন রিপন মুন্সি। বিরোধী দলের নেতাদের উপর সকল প্রকার নির্যাতন নিপীড়ণ, সহিংস্রতা এবং মামলা হামলার অর্থদাতা ও ছিলেন ঢর্নাট্য রিপন মুন্সী।
আওয়ামীলীগ সরকার পতনের পর সে এখন হেফাজত,বিএনপির অন্যতম লোক অর্থদাতা হয়ে গেছেন।
আমরা অন্তবর্তী কালীন সরকারের কাছে রিপন মুন্সি ও তার সন্ত্রাসী বাহিনীর সকল অপকর্ম জবরদখল এর ন্যায় বিচার চাই, আমরা আমাদের নিজ এলাকা সহ নিজ নিজ বাড়ীঘরে ফিরতে চাই।
এ সময় উপস্থিত ভুক্তভোগীরা আরো জানান রিপন মুন্সির কাছে সব হারিয়ে পর্যায়ক্রমে আজ দুই/চার বছরের উপরে আমরা গ্রাম ছাড়া। ভূমিদস্যু রিপন মিয়া আমাদের জমিজমা,বসতবাড়ি সন্ত্রাসী কায়দায়,ষড়যন্ত্রের মাধ্যমে জোরপূর্বক দখল করে নিয়েছেন। সন্ত্রাসী রিপন মিয়া সরাসরি নির্দেশও হুকুমে তার সন্ত্রাসী বাহিনী দ্বারা পঙ্গুত্বহানী হয়েছে নাজির ভূইয়া, মজিবুর রহমান, সোহেল মিয়া,আমিরুল ইসলাম,সাইফুল ইসলাম সহ আরও অনেকে
তাছাড়া মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়ার সহ তার বাহিনী দ্বারা হত্যা ও পুঙ্গ হওয়ার ভয়ে আমরা বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছি।
বাংলাদেশের অন্তবর্তী কালীন সরকারের নিকট সন্ত্রাসী রিপন মুন্সি ও তার সন্ত্রাসী বাহিনী কে গ্রেফতার করে তাহাদের সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি।
এ বিষয় এ রিপন মুন্সি জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান আমার নামে আনিত অভিযোগ গুলো সত্য নয়।

Don`t copy text!