ঢাকাবুধবার , ৩০ অক্টোবর ২০২৪
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

বিদেশী মদ ও গাঁজাসহ জোরারগঞ্জে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রতিবেদক
majedur
অক্টোবর ৩০, ২০২৪ ১১:১৫ অপরাহ্ণ
Link Copied!

বিদেশী মদ ও গাঁজাসহ জোরারগঞ্জে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
মিরসরাই(চট্টগ্রাম)প্রতিনিধিঃচট্টগ্রামের জোরারগঞ্জ থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৮ বোতল বিদেশী মদ (ভদকা) এবং ২ কেজি গাঁজা সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। বুধবার (৩০ অক্টোবর) বিষয় নিশ্চিত করেছেন জোরারগঞ্জ থানার সেকেন্ড অফিসার (এসআই) আরিফ হোসেন।পুলিশ কর্মকর্তা আরিফ হোসেন জানান, অফিসার ইনচার্জ শিফাতুল মাজদার স্যারের নেতৃত্বে একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে বারইয়ারহাট পৌরসভাস্থ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন পশ্চিম হিঙ্গুলী এলাকায় অভিযান চালায়। অভিযানে আটক করা হয় মোঃ নাজিম উদ্দিন (২৮), পিতা মোঃ কাঞ্চন মিস্ত্রী, মা আনোয়ারা বেগম, সাং-দেওয়ানপুর (কাঞ্চন মিস্ত্রী বাড়ি), ৩নং ওয়ার্ড, ৩নং জোরারগঞ্জ ইউনিয়ন, থানা-জোরারগঞ্জ, জেলা-চট্টগ্রাম। এ বিষয়ে এসআই (নিঃ) হান্নান আল মামুন বাদী হয়ে মাদক আইনে এজাহার দাখিল করেছেন বলেও জানান তিনি। জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম সিফাতুল মাজদার জানান, মাদকসহ মোঃ নাজিম উদ্দিন নামের একজনকে আটক করা হয়েছে। তার কাছ থেকে ৮ বোতল বিদেশী মদ (ভদকা) ও ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য যথাক্রমে ১৬,০০০ টাকা ও ২০,০০০ টাকা। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Don`t copy text!