ঢাকামঙ্গলবার , ২৯ অক্টোবর ২০২৪
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

পটুয়াখালী দশমিনা খাদ্য গোডাউন’র ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রাসেল হাওলাদার অনিয়ম ও দূর্নীতিতে জর্জরিত 

প্রতিবেদক
majedur
অক্টোবর ২৯, ২০২৪ ১১:৩৭ অপরাহ্ণ
Link Copied!

সুভাস দাস পটুয়াখালী জেলা প্রতিনিধি।

 

পটুয়াখালী দশমিনা খাদ্য গোডাউন’র ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রাসেল হাওলাদার অনিয়ম ও দূর্নীতিতে জর্জরিত।

পটুয়াখালী দশমিনা এলএসডি খাদ্য গোডাউনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রাসেল হাওলাদার (খাদ্য পরিদর্শক)’র বিরুদ্ধে নানা অনিয়ম দূর্নীতির অভিযোগ উঠেছে। সুত্রে জানা গেছে, সদ্য নিষিদ্ধ বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা কলেজ শাখা
র সাবেক সদস্য ও বাংলাদেশ ছাত্র লীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ইনান’র নিকটতম আত্নীয় এ খাদ্য গোডাউনের উক্ত কর্মকর্তা। তিনি দশমিনা খাদ্য গোডাউনে যোগদানের পর থেকেই রাজনৈতিক পরিচয় ব্যবহার করে সর্ব মহলে নিজেকে জাহির করে প্রভাব বিস্তার করে চাকুরি জীবন পার করে এসেছেন।এদিকে ইতিমধ্যে দশমিনা খাদ্য গোডাউনের কতিপয় এক শ্রমিক জনৈক এক ব্যক্তিকে দেয়া সাক্ষাৎকারের একটি ভিডিও সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এক পর্যায়ে উক্ত ভিডিও টি এ প্রতিবেদক’র হাতে এসে পড়ে। উক্ত ভিডিও’র মধ্যে দেখা যায় সে শ্রমিক বলতে ছিলেন সে যে চাল ক্রয় করতেন তা তিনি ১৫০০ টাকা করে কিনে আমাদের কাছে ২০০০ টাকায় বিক্রি করতেন। আমরা পাইছি বোস্তায় ২০ টাকা, তার চোরা বহু চাল আমি নামিয়েছি, আমি না শুধু গোডাউনের সবাই নামিয়েছে, ৫০ লক্ষ থেকে ৬০ লক্ষ টাকার চাল নামিয়েছি।

আবার উক্ত শ্রমিকের কাছ থেকে জনৈক সাক্ষাৎ কার নেয়া ব্যক্তি জিজ্ঞাসা করে সরকারি গোডাউন থেকে সর্দার চাল নামালো কি ভাবে? তখন এ শ্রমিক বলেন ওসিলিডি দিয়েছেন, দশমিনা চেয়ারম্যান চাল বেইছা গেছে তা ভোর ৫টায় তারা নামাইছে, শ্রমিকের খোরাকির কথা বইলা নামাইছে। চার বছরের মেক্সিমাম তার ১কোটি টাকার চোরা ও ব্লাকের চাল নামাইছি। সুত্রে আরও জানা গেছে, অন্যদিকে সাবেক সরকার পরিবর্তন হওয়ার পরে দশমিনা খাদ্য গোডাউনের এ কর্মকর্তা বদলি হতে মরিয়া হয়ে উঠে বলে জানা যায়। তার সুবাদে তার একই পদে বোরহান উদ্দিন এলএসডি, খাদ্য গোডাউন ভোলায় বদলি/ পদায়ন হয়েছে চলতি মাসের ২৩ অক্টোবর বলে জানা গেছে।এখন তিনি ধরাছোঁয়ার বাইরে থেকে দশমিনা উপজেলা ছাড়া দিন গুণছেন এমটিই জানা গেছে।

এ বিষয় মুঠোফোনে জানতে চাইলে দশমিনা এলএসডি খাদ্য গোডাউনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রাসেল হাওলাদার ( খাদ্য পরির্দক) বলেন, সকল বিষয় প্রশ্ন করলে এর উত্তর বা সাংবাদিক কে তথ্য দিতে হবে নাকি।

এ কথা বলে তিনি মুঠোফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। এ ব্যাপারে জানতে দশমিনা উপজেলা খাদ্য নিয়ন্ত্রণক মাহামুদুল হাসান’র মুঠোফোনে কয়েক বার কল দিলেও প্রতিবারই তার ফোন কল ব্যাস্ত থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

Don`t copy text!