ঢাকামঙ্গলবার , ২৯ অক্টোবর ২০২৪
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

দুর্নীতি দমন কমিশনের আয়োজনে নান্দাইল রোড উচ্চ বিদ্যালয়ে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন

প্রতিবেদক
majedur
অক্টোবর ২৯, ২০২৪ ৮:২৯ অপরাহ্ণ
Link Copied!

দুর্নীতি দমন কমিশনের আয়োজনে নান্দাইল রোড উচ্চ বিদ্যালয়ে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন

ফরিদ মিয়া নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে দুর্নীতি দমন কমিশনের আয়োজনে “শিক্ষার আলোয় জ্বেলে বিবেক করছে পুকুর চুরি, স্বাধীন দেশে হায়েনার দল আছে ভূরি ভূরি” দুর্নীতি বিরোধী শ্লোগান সম্বলিত শিক্ষা উপকরণ বিতরণ ও আলোচনা সভা মঙ্গলবার (২৯ অক্টোবর) নান্দাইল রোড উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের হল রুমে প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শফিক সিদ্দিকীর সভাপতিত্বে ও নান্দাইল দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সদস্য কামরুল হাসান জুয়েলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরষ্কার বিতরণ করেন দুপ্রক নান্দাইলের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক কামরুল হুদা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুপ্রক সদস্য ও নান্দাইল প্রেসক্লাবের সভাপতি এনামুল হক বাবুল। প্রধান অতিথি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের বলেন, তোমাদের নৈতিকতা, মূল্যবোধ ও বিবেককে সদা জাগ্রত রাখার জন্যই দুদক এ ধরণের অনুষ্ঠানের আয়োজন করে। তোমরা যারা আগামীর দেশ পরিচালনার দায়িত্বে থাকবে, তাদেরকে এখন থেকেই তৈরী হতে হবে নীতি, আদর্শ, মেধা সম্পন্ন ও মানবিকতার আদলে। তোমরা প্রত্যেকে সৃজনশীল মানুষ হয়ে দেশকে করবে আলোকিত। আর দুর্নীতিবাজদের বিরুদ্ধে ছড়াবে ঘৃণা, রুখে দাঁড়াবে সবসময়। এছাড়াও বক্তব্য রাখেন বিদ্যালয়ের সিনিয়ন শিক্ষক আলফা হাসিনা লাকি, শামছুল হক সহ প্রমুখ। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রশ্নের মাধ্যমে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। দুর্নীতি দমন কমিশন (দুদক) লগো সম্বলিত শিক্ষা উপকরণ কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকাবৃন্দ সহ বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীরা উপস্থিত ছিলেন।

Don`t copy text!