ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈল থানা কর্তৃক অপহৃত ২ জন ব্যক্তি কে উদ্ধার ও অপহরণকারী চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি//
ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল থানার রাজবাড়ী দোশিয়া এলাকা থেকে ২ জন ব্যক্তিকে কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তি অপহরণ করে নিয়ে গেছে মর্মে রাণীশংকৈল থানায় অভিযোগ দায়ের হয়। অভিযোগের ভিত্তিতে প্রাথমিক তদন্তে জানা যায়, অপহৃত ১।মোঃ নাজমুল হোসেন(৩৫) পিতা -মোঃ ইউনুস আলী এবং ২। মোঃ শামীম হোমেন(২১) পিতা মোঃ ময়নাল হক, উভয় সাং -শাহবাজপুর, থানা ও জেলা জামালপুর উভয়ে সবুজ হেলথ্ ল্যাবরেটরীজ নামে ইউনানী ঔষধ কোম্পানিতে চাকরি করতো। তারা রানীশংকৈলে বিগত এক মাস থেকে একটি বাসায় ভাড়া থেকে বিভিন্ন স্থানে উক্ত কোম্পানির ওষুধ বিক্রির কাজ করতো। গতকাল ২৮/১০/২০২৪ খ্রি. বিকেলে বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করে ভাড়া বাসায় ফেরার সময় রাণীশংকৈল থানার রাজবাড়ী দোশিয়া এলাকার জনৈক রেজাউল করিমের (৩৮) বাসার সামনে থেকে অজ্ঞাতনামা ৮/৯ জন ব্যক্তি তিনটি মোটরসাইকেলে করে এসে ভিকটিম দুইজনকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে নিয়ে যায়। এরপর তাদের মারধর ও হুমকি প্রদান করে ২ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে।
বিষয়টি পুলিশ জানতে পেরে, বিভিন্ন স্থান থেকে প্রাপ্ত অপরাধ গোয়েন্দা তথ্য পর্যালোচনা করে অপরাধীদের সনাক্ত করে।
নসোমবার (২৮ অক্টোবর). সাড়ে পাঁচ ঘটিকায় ঠাকুরগাঁও পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম (পিপিএম) এর নির্দেশনায় এএসপি (রাণীশংকৈল সার্কেল) মোঃ ফারুক আহমেদ এর নেতৃত্বে অফিসার ইনচার্জ মুহঃ আরশেদুল হক, এসআই স্বপন কুমার রায়, এস আই সেকেন্দার আলী, এসআই আশরাফুল, এসআই কমলেশ, এস আই নাদিরুল মুরাদ, এসআই হিরন্ময়, এসআই শহিদুল ইসলাম সহ-সঙ্গীয় অফিসার ফোর্সের সমন্বয়ে রানীশংকৈল থানার একাধিক চৌকস পুলিশ টিম রানীশংকৈল ও ঠাকুরগাঁও সদর থানার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে অপহৃত দুই ব্যক্তি ও অপহরণের ঘটনায় জড়িত ৬ (ছয়) জন ব্যক্তিকে গ্রেফতার করে।
অপহরণে ব্যবহৃত ৩ টি মোটরসাইকেল, ৬ টি মোবাইল ফোন ও ১০,৫০০ টাকা উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে ঘটনার সাথে জড়িত আরো কয়েকজন ব্যক্তির নাম পাওয়া গেছে। এ ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
গ্রেফতারকৃত আসামিরা হলো – ১। মোঃ জাহিদুর রহমান ওরফে জাহিদ(২৫), পিতা- মোঃ হোসেন আলী, মাতা-মোছাঃ জোবেদা বেগম, সাং- ভাতগাঁও (৬নং আউরিয়াপুর ইউপি), থানা-ভুল্লি, ২। মোঃ আঃ রাজ্জাক(২৬) পিতা-হামিদুল হক, মাতা- আছিয়া বেগম, সাং- ঢোলকালী(৬নং আউরিয়াপুর ইউপি), থানা-ভুল্লি,
৩। মোঃ জাফর আলী(৩১) পিতা -মোঃ আব্বাস আলী, মাতা-মোছাঃ জাহানারা বেগম, সাং- দেওগাঁও (১২নং সালন্দর ইউপি) থানা- ঠাকুরগাঁও সদর,
৪। মোঃ শুভ(২৫) পিতা- মৃত আনিছুর রহমান, মাতা- মোছাঃ শাহানাজ, সাং- ঘোষপাড়া( ঠাকুরগাঁও পৌরসভা), থানা- ঠাকুরগাঁও সদর, ৫। মোঃ লাবু ইসলাম(২৭) পিতা- মৃত হাফিজ উদ্দীন , মাতা- মোছাঃ রেজিয়া বেগম, সাং- আরাজি কেশববাড়ী( ৪নং ঝাড়গাঁও ইউপি), থানা- ভুল্লি,
৬। মোঃ মাহাবুর রহমান(৩০) পিতা -মোঃ ইউসুফ আলী, মাতা-মোছাঃ জোবেদা বেগম, সাং-ভাতগাঁও (৬নং আউরিয়াপুর ইউপি), থানা-ভুল্লি, সর্ব জেলা ঠাকুরগাঁও।
উদ্ধারকৃত মালামাল: তিনটি মোটরসাইকেল,ছয়টি মোবাইল ফোন, মুক্তিপণ আদায়কৃত ১০ হাজার ৫০০ টাকা।