ঢাকাসোমবার , ২৮ অক্টোবর ২০২৪
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সমীর কারাগারে

প্রতিবেদক
majedur
অক্টোবর ২৮, ২০২৪ ৪:৪৯ অপরাহ্ণ
Link Copied!

ঠাকুরগাঁও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সমীর কারাগারে

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি \ ঠাকুরগাঁওয়ে বৈষম্য বিরোধী আন্দোলনের পরবর্তী সময়ে ৫ আগষ্ট সদর উপজেলার রোডে অগ্নিদগ্ধ হয়ে ৪ জন মারা যান। এ ঘটনায় করা মামলায় জেলা যুবলীগের সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত সমীরকে কারাগারে প্রেরনের নির্দেশ দেন আদালত। এর আগে রোববার রাতে ঢাকার জিগাতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করে হাজারীবাগ থানা পুলিশ।
সদর উপজেলার আরাজী পাইকপাড়া গ্রামের মো: মফিজ উদ্দীনের ছেলে ও মামলার বাদী মো: জাকির হোসেন (৫৪) এর ছেলে মো: রাকিবুল হাসান রকিসহ মো: আল মামুন, সাহান ওরফে শাওন পারভেজ, আবু রায়হান এলাকাভিত্তিক বৈষম্য বিরোধী আন্দোলনে নেতৃত্বে ছিলেন। গত ৫ আগষ্ট বিকেলে এজাহারনামীয় আসামী ও অজ্ঞাতনামা আসামীরা উল্লেখিত সংগঠকদের আন্দোলন থেকে বিরত রাখতে বিভিন্ন ধরনের ভয়-ভীতি প্রদর্শন করেন। পরবর্তিতে কৌশলে আলাপ-আলোচনার কথা বলে মামলার অপর আসামী পৌর কাউন্সিলর একরামুদ্দৌলা সাহেবের বাড়িতে নিয়ে গিয়ে সেখানে আগুনে পুরিয়ে হত্যা করে।
পরবর্তিতে এ বিষয়ে গত ২১ আগষ্ট করা সদর থানার মামলা নং-১৮ এর ভিত্তিতে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত সমীরকে গ্রেফতার করে হাজারীবাগ থানা পুলিশ। গত রোববার রাতে তাকে ঠাকুরগাঁও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে তোলা হলে আদালতের বিচারক তাকে জেলহাজতে প্রেরনের নির্দেশ প্রদান করেন।

Don`t copy text!