পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সাক্ষাৎ করলেন সিএমপি স্কুল এন্ড কলেজ কারাতে ক্লাবের কৃতি শিক্ষার্থীরা
মো: আতাউর রহমান: সম্প্রতি অনুষ্ঠিত মোহাম্মদ মিয়া স্মৃতি বিভাগীয় কারাতে প্রতিযোগিতায় রানার আপ ট্রফি বিজয়ী সিএমপি স্কুল এন্ড কলেজ কারাতে ক্লাবের শিক্ষার্থীরা ট্রফি, পদক ও সনদ নিয়ে সিএমপি স্কুল কারাতে ক্লাবের কারাতে কোচ ওয়ার্ল্ড ও এশিয়ান কারাতে ফেডারেশনের জাজ ও রেফারি কাউসার আহমেদের নেতৃত্বে মান্যবর সিএমপি কমিশনার জনাব হাসিব আজিজ মহোদয়ের সাথে সাক্ষাৎ করেন। সিএমপি কমিশনার মহোদয় কৃতি শিক্ষার্থীদের ধারাবাহিক সাফল্যের জন্য অভিনন্দন জ্ঞাপন করেন এবং লেখাপড়ার পাশাপাশি আত্মরক্ষা ও সুস্থ দেহ গঠনে নিয়মিত কারাতে চর্চার উপর গুরুত্বারোপ করেন। তিনি এ ব্যাপারে প্রয়োজনীয় সব রকমের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এ সময় সিএমপি উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব এস এম মোস্তাইন হোসেন, বিপিএম-বার (অতিরিক্ত ডিআইজি); সিএমপি স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ববি বড়ুয়া এবং এশিয়ান কারাতে ফেডাশেনের জাজ ও সিএমপি স্কুল কারাতে ক্লাবের নারী কোচ এএসআই লতা পারভীন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, উক্ত প্রতিযোগিতায় সিএমপি স্কুল কারাতে ক্লাব ছাত্ররা পুরুষ বিভাগের দলীয় প্রতিযোগিতায় (টিম কুমিতে) রানার আপ এবং ছাত্রীরা নারী বিভাগের দলীয় প্রতিযোগিতায় (টিম কুমিতে) রানার আপ হওয়ার গৌরব অর্জন করে।