ঢাকাশনিবার , ২৬ অক্টোবর ২০২৪
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

নান্দাইলে ২ কোটি টাকা মূল্যের বেদখল হওয়া সরকারী জমি উদ্ধার করলেন ইউএনও

প্রতিবেদক
admin
অক্টোবর ২৬, ২০২৪ ২:১৫ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় সিংরইল ইউনিয়নের সিংরইল মৌজায় সরকারের নামে রেকর্ডকৃত উদলার বাজার সংলগ্ন ১ একর ৭০ শতাংশ সরকারী জমি অবৈধ দখলদারের কবল থেকে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) উচ্ছেদ অভিযান পরিচালনা করে সরকারের নিয়ন্ত্রণ গ্রহন করেন নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পাল। উদ্ধারকৃত জমি মূল্যে ১ কোটি ৭০ লক্ষ টাকা। জানাগেছে, কোনাডাংগর গ্রামের মৃত উসমান গণির পুত্র ইদ্রিস আলী তারা মিয়া, ভাটিপাড়া গ্রামের মৃত সুরুজ আলীর পুত্র রোপন মিয়া ও সিংদই ভাটিপাড়া গ্রামের মৃত আব্দুল জব্বার ভূইঁয়ার পুত্র কবির উদ্দিন ভূইঁয়া দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে এই জমি ভোগদখল করে যাচ্ছিল। উপজেলা নির্বাহী অফিসার বিষয়টি জানতে পেরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রিটের মাধ্যমে কাগজপত্র যাচাই-বাছাই করে ভূমি সরকারের বলে নিশ্চিত হন। পরবর্তী সময়ে বৃহস্পতিবার তিনি নিজে উপস্থিত হয়ে এই জমির দখল বুঝে নেন এবং সরকারী সাইনবোর্ড স্থাপন করেন। এসময় পুলিশ প্রশাসন সহ এলাকার গন্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। দীর্ঘদিন পর এই প্রায় ২ কোটি টাকা মূল্যের জমি উদ্ধার হওয়ায় নান্দাইলের সর্বস্তরের মানুষ উপজেলা প্রশাসন ও নির্বাহী অফিসারকে অভিনন্দন জানিয়েছেন। এসময় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রিট ফয়জুর রহমান অবৈধ উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করেন।

Don`t copy text!