ছাগলনাইয়ায় বিমান বাহিনীর আর্থিক সহযোগিতায় হাবিব উল্যাহ খাঁন উচ্চ বিদ্যালয়ে নতুন ভবনের ভিত্তি প্রস্তর
সেপাল নাথঃ বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বাশারের আর্থিক সহযোগিতায় ফেনীর ছাগলনাইয়া ঘোপাল ইউনিয়ন দুর্গাপুর হাবিব উল্যাহ খাঁন উচ্চ বিদ্যালয়ের চার তলা ভিত- বিশিষ্ট দু’তলা নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপনা আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২৬ অক্টোবর) সকাল ১০ টায় বিদ্যালয়ের প্রাঙ্গণে ভিত্তি প্রস্তর স্থাপনা উদ্ভোধন করেন বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বাশার এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ খায়ের উল আফসার (জিইউপি, এনডিসি, পিএসসি)।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম কমলের সভাপতিত্বে ও বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক মো. জাফর উদ্দিন এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোমিনুল হক।
বিমান বাহিনী ঘাঁটি বাশার সাম্প্রতিক বন্যায় ছাগলনাইয়া উপজেলা সহ দেশের প্রত্যন্ত অঞ্চলে ক্ষতিগ্রস্ত এলাকা ত্রাণ বিতরণ, চিকিৎসা, বন্যা পরবর্তী পূনর্বাসন, নির্মাণ, সংস্কারমুলক কাজ করে যাচ্ছে। এ কাজের অগ্রগতির জন্য উপজেলা বিমান বাহিনী ঘাঁটি বাশার একটি ক্যাম্প স্থাপন করা হয়। শুধু তাই নয় দুর্গত এলাকা হেলিকপ্টার যোগে খাদ্য সামগ্রী, ঔষধ, বস্ত্র, নিত্যপ্রয়োজনীয় জিনিস পৌঁছে দিচ্ছে পাশাপাশি মুমূর্ষু রোগী, সন্তান সম্ভবা মায়েদের বন্যা কবলিত এলাকা থেকে উদ্ধার করে হেলিকপ্টার যোগে বাশার ঘাঁটি চিকিৎসা প্রদান করে দেশব্যাপী প্রসংশা কুড়িয়েছেন।
এছাড়াও উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও স্থাপনা চলমান কাজের অগ্রগতি পরিদর্শন ও দিক নির্দেশনা প্রদান করেন বিমান বাহিনী ঘাঁটি বাশার এয়ার অধিনায়ক। এগুলো মধ্যে রয়েছে দুর্গাপুর সিংহনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দৌলতপুর সপ্রাবি, সিংহনগর সপ্রাবি, মুহুরীগঞ্জ বাজার, ঘোপাল ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে, গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থাপনা, বৃক্ষরোপণ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) গোলাম কিবরিয়া, প্রাথমিক শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামান মোল্লা, ছাগলনাইয়া থানা অফিসার ইনচার্জ নজরুল ইসলাম, ঘোপাল তদন্ত কেন্দ্রে ইনচার্জ শিমুল মহন্ত, বিদ্যোৎসাহী মো. শাহজাহান, বিমান ঘাঁটি বাশার উর্ধতন কর্মকর্তাবৃন্দ, শিক্ষক শিক্ষিকা সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।