ঢাকাশুক্রবার , ২৫ অক্টোবর ২০২৪
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

কুড়িগ্রামে ব্রহ্মপুত্রের ভাঙ্গনরোধে ব্যবস্থা নেয়ার দাবিতে বিক্ষোভ 

প্রতিবেদক
admin
অক্টোবর ২৫, ২০২৪ ৮:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ব্রহ্মপুত্র নদীর  ভাঙ্গনরোধে ব্যবস্থা নেয়ার দাবিতে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে স্থানীয়রা।

বৃহস্পতিবার (২৪ অক্টবর) দুপুরে রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের কয়েকশ মানুষ নৌকা যোগে এসে জেলা শহরের সড়কে বিক্ষোভ মিছিলে অংশ নেয়। পরে জেলা প্রশাসক কার্যলয় চত্বরে ঘন্টাব্যাপী মানববন্ধন করেন তারা।

এ সময় বক্তব্য রাখেন, ভাঙ্গন কবলিত এলাকার নাগর আলী, বিদ্যুৎ প্রামানিক ও ফজলুল হকসহ অন্যান্য ভুক্তভোগীরা।পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা ও পানি সম্পদ উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা।

স্থানীয় বাসিন্দা মোঃ বিদ্যুৎ প্রামানিক বলেন, ব্রহ্মপুত্র নদীর ভাঙনে শত শত ঘর বাড়ি আবাদি জমি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। এছাড়া ভাঙনের মুখে আছে স্কুল, মাদ্রাসা সহ প্রতিষ্ঠানগুলো। অনেক আশা আর আশ্বাস দেখিয়ে গত ১৭ বছর ধরে আমাদের দিকে সরকার কোন পদক্ষেপ নেয় নাই। বাধ্য হয়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার প্রতি দৃষ্টি কামনা করছি আমাদের এলাকা নদী ভাঙন রোধে  ব্যবস্থা নিবেন বলে জানান তিনি। 

ওই এলাকার সাবেক ইউপি সদস্য মোঃ ফজলুল হক বলেন, এ বছর ব্রহ্মপুত্রের ভাঙ্গনে শৌলমারী ইউনিয়নের সুখের বাতি, উত্তর বাউরিয়া ও ঘুঘুমারিসহ অন্যান্য এলাকায় প্রায় ৩ শতাধিক পরিবার ভিটেমাটি হারিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবন কাটাচ্ছে। ভাঙ্গনরোধে দ্রুত ব্যবস্থা না নিলে সুখেরবাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ আরো শতশত পরিবারের ঘর-বাড়ি নদের গর্ভে বিলীন হয়ে যাবে। এ অবস্থায় ভাঙ্গনরোধে ব্যবস্থা নিয়ে সরকারের প্রধান উপদেষ্টাসহ পানি সম্পদ উপদেষ্টার দৃষ্টি কামনা করেন তারা।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ রাকিবুল হাসান বলেন, রৌমারীর ঘুঘুমারী সাহেবের আলগা এলাকায় নদী ভাঙন রোধে প্রকল্প প্রস্তাবিত আছে। আগামী রোববার ওই এলাকাগুলো পরিদর্শনের জন্য কর্তৃপক্ষের লোকজন যাচ্ছেন। আশা করি দ্রুত প্রকল্পটি বাস্তবায়ন হবে।

Don`t copy text!