ইউনিয়ন পর্যায়ে অংশীজনদের সাথে সিমস্ প্রকল্প বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ অক্টোবর) সকালে চাঁদপুর সদর উপজেলা ৬ নং মৈশাদী ইউনিয়নে স্থানীয় সরকার জনপ্রতিনিধিদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন করা হয়।
প্রশিক্ষণে সিসিডিএ সিমস প্রকল্পের উপজেলা সমন্বয়কারী নার্গিস আক্তারের সঞ্চালনা এবং ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শংকর আচার্ষ্যের সভাপতিত্বে প্রশিক্ষণ পরিচালনা করেন প্রকল্পের কর্মকর্তা আব্দুর রহিম।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিসিডিএ মাইক্রো ফাইন্যান্স পোগ্রামের শাখা ম্যানেজার বিল্লাল মোল্লা। প্রায় ২০ জন গন্যমান্য ব্যক্তিদের নিয়ে অনুষ্ঠিত এ আয়োজনে উপস্থিত ছিলেন ৬ নং মৈশাদী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান, সকল ওয়ার্ডের মেম্বার, গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক এবং সুশীল সমাজের নেতৃবৃন্দ।
সকলের সন্তুষ্টি সহযোগিতা এবং সমাজের সম্পৃক্ততার মধ্য দিয়ে প্রশিক্ষনটি সমাপ্তি ঘটে।
উল্লেখ্য: শ্রম অভিবাসনে সুশাসন প্রতিষ্ঠায় সিসিডিএ ২০০৭ সাল থেকে নিরাপদ, নিয়মিত ও ধারাবাহিক শ্রম অভিবাসন নিশ্চিত করতে তৃণমূল পর্যায়ে সক্রিয়ভাবে কাজ করে চলেছে।
এরই ধারাবাহিকতায় দাতা সংস্থা সুইচ ডেভেলপমেন্ট কোপারেশন এসডিজি এবং হেলভেটাস বাংলাদেশ এর কারিগরি সহযোগিতায় সি সি ডি এ চাঁদপুর জেলার ছয়টি উপজেলার ত্রিশটি ইউনিয়নে তথ্যপূর্ণ মাইগ্রেশন সিস্টেম (সিমস্) ফেইজ-২ নামে একটি প্রকল্প বাস্তবায়ন করছে। সিসিডিএ সিমস প্রকল্প চাঁদপুর জেলা ৬ টি উপজেলার প্রাথমিক ভাবে ৩০ টি ইউনিয়নের তাঁদের কার্যক্রম আগামী ৪ বছরের জন্য পরিচালনা করে থাকবেন।
ছবির ক্যাপশন: বুধবার (২৩ অক্টোবর) চাঁদপুর সদর উপজেলা ৬ নং মৈশাদী ইউনিয়নে স্থানীয় সরকার জনপ্রতিনিধিদের নিয়ে ইউনিয়ন পর্যায়ে অংশীজনদের সাথে সিমস্ প্রকল্প বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।