ঢাকাবৃহস্পতিবার , ২৪ অক্টোবর ২০২৪
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

বকশীগঞ্জে কর্মকর্তাদের সঙ্গে বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
admin
অক্টোবর ২৪, ২০২৪ ১:২১ অপরাহ্ণ
Link Copied!

জামালপুরের বকশীগঞ্জে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে সার্বিক উন্নয়ন কার্যক্রম ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া। এতে বিশেষ অতিথি ছিলেন জামালপুর জেলা প্রশাসক হাছিনা বেগম।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অহনা জিন্নাতের সভাপতিত্বে মতবিনিময় সভায় এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুন মুন জাহান লিজা, সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আজিজুল হক, বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আমিনুল ইসলাম, উপজেলা আইসিটি কর্মকর্তা মোহাম্মদ খায়রুল বাশার রাজু, উপজেলা শিক্ষা কর্মকর্তা আবু হাসান রেজাউল করিম, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম জয় প্রকাশ নন্দী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. হাবীবুর রহমান সুমন সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, স্বাস্থ্য বিভাগের উন্নয়ন ও অগ্রগতি, কৃষি বিভাগের উদ্ভাবনী ফসলের উৎপাদন বৃদ্ধি, পল্লী বিদ্যুতের সাম্প্রতিক কার্যক্রম নিয়ে বিস্তর আলোচনা করা হয়।
এর আগে বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া বকশীগঞ্জ উপজেলা পরিষদে পৌছলে তাকে স্বাগত জানান ইউএনও অহনা জিন্নাত।
এছাড়াও উপজেলা পরিষদ এর বিভিন্ন দপ্তরের কার্যক্রম পরিদর্শন করেন বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া।

Don`t copy text!