ঢাকাবুধবার , ২৩ অক্টোবর ২০২৪
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে উপজেলা প্রশাসন বীরগঞ্জ কর্তৃক বাজার মনিটরিং চলমান

প্রতিবেদক
admin
অক্টোবর ২৩, ২০২৪ ৯:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে উপজেলা প্রশাসন বীরগঞ্জ কর্তৃক বাজার মনিটরিং

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা পর্যায়ে সবজিসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে বাজার তদারকি কার্যক্রম উপজেলা প্রশাসনের।

মঙ্গলবার ২২ অক্টোবর ২০২৪ দুপুরে পৌরসভার বিভিন্ন এলাকায় ও উপজেলার গোলাপগঞ্জ বাজারে সবজি, ডিম, ব্রয়লার মুরগি, আলু, ডাল, পিঁয়াজ, রসুন, আদা ও ভোজ্য তেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ফজলে এলাহী।

উপজেলার বিভিন্ন এলাকায় বাজার তদারকি কার্যক্রম পরিচালনায় বীরগঞ্জ থানা পুলিশ ফোর্স উপস্থিত ছিলেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার মো: ফজলে এলাহী বলেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণে রাখতে বীরগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক বাজার মনিটরিং করা হচ্ছে এবং সর্বসাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী ক্রয়সীমার মধ্যে রাখতে নিয়মিত এই বাজার মনিটরিং অভিযান অব্যাহত রাখতে সকলের আন্তরিক সহযোগিতা প্রয়োজন।

Don`t copy text!