ঢাকাসোমবার , ২১ অক্টোবর ২০২৪
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

সিরাজদিখানে পূর্ব বিরোধ কে কেন্দ্র করে যুবদল নেতার উপর হামলার ঘটনায় থানায় অভিযোগ

প্রতিবেদক
majedur
অক্টোবর ২১, ২০২৪ ১১:০১ অপরাহ্ণ
Link Copied!

সিরাজদিখানে পূর্ব বিরোধ কে কেন্দ্র করে যুবদল নেতার উপর হামলার ঘটনায় থানায় অভিযোগ

মুন্সীগঞ্জের সিরাজদিখান পূর্ব বিরোধকে কেন্দ্র করে জেলা যুবদলের সাবেক সদস্য কাউসার শেখ এর উপর অতর্কিত হামলা চালিয়ে গুরুতর রক্তাক্ত জখম করার ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে।ভুক্তভোগীর ভাই মোঃ নেছার হোসেন বাদী হয়ে কুচিয়ামোড়া গ্রামের মৃত শামসুদ্দিন খানের ছেলে নাছিম খান (৫৮), সায়েম খান (৪৮), সম্রাট খান (৩০), ইমরান খান (৩৪), উভয় পিতা-নাছিম খান,শহিদুল (৪০), পিতা-মুক্তার খান, রিগান (৪০),মারুফ (৩৫), উভয় পিতা-মৃত আব্দুল হোসেন, রিফাত খান (২৫), পিতা-মৃত সাফিল খান, আলিনুর লাকি (৪৫), পিতা-মৃত খানায় অত্যে দুর্লভ খান, আনিছ খান (৪৮), পিতা-মাসুম খান, মানিক (৩৮), পিতা-সাধু সাং-কুচিয়ামোড়া, সেন্টু (৪৫), পিতা-আব্দুর রশিদ, সাং-বরবর্তা,রেদোয়ান (২৫) পিতা-হারুন, সাং-চালতিপাড়া,কহিনুর খান (৪৫), পিতা-মোক্তার খান, সাং-কুচিয়ামোড়া, রিফাত (২৮), পিতা-ইউসুফ, মোকসুদ (৪৫), পিতা-মতি, উভয় সাং-চালতিপাড়া, সহঅজ্ঞাত ৫/৬জন কে বিবাদী করে অভিযোগ করেন।

ভুক্তভোগীর ভাই নেছার হোসেন জানান,গত ১৯তারিখে নিমতলা স্টান্ড থেকে কলা কিনে কাউছার আন্ডারপাসের দিয়ে রাস্তা পার হচ্ছিল। এমন সময় কেয়াইন ইউনিয়ন বিএনপি সভাপতি নাছিম খানের লোকজন পূর্ব পরিকল্পিত ভাবে কাউছারের উপর হামলা করে।স্থানীয়রা আমার ভাইকে উদ্ধার করে,পরবর্তীতে তার অবস্থা গুরুতর হলে তাকে ঢাকা মেডিকেল এ নিয়ে যাই।

এ বিষয়ে সিরাজদিখান থানার এস আই মতিউর বলেন এ বিষয়ে মামলা হয়েছে,১৬জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে আসামী ধরার চেস্টা অব্যাহত রেখেছি।

Don`t copy text!