আওয়ামী লীগ সরকার পতনের আগেরদিন ৪ আগস্ট চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড এলাকায় সংঘটিত মারামারির ঘটনায় চাঁদপুর সদর মডেল থানায় মামলা হয়েছে।
এ মামলায় প্রধান আসামী করা হয়েছে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলালকে। মামলায় মোট আসামী করা হয় ১১০জন। মামলার বাদী হচ্ছে আল আমিন হোসেন, বাসা- ক্লাব রোড, নতুন বাজার, চাঁদপুর।
শুক্রবার ১৮ অক্টোবর রাতে এ মামলাটি রুজু হয়। এই মামলার উল্লেখযোগ্য দুটি বিষয় হচ্ছে- এই প্রথম জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কোনো মামলার আসামী করা হলো এবং বেশ কয়েকজন আইনজীবী এই মামলার আসামী। ৪ আগস্টের ঘটনায় এ নিয়ে তিনটি মামলা হলো।
১৮ অক্টোবর দায়ের হওয়া মামলার অন্য আসামীদের মধ্যে উল্লেখযোগ্য আরো কজন হচ্ছেন- জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডঃ জহিরুল ইসলাম, সাবেক পিপি অ্যাডঃ রনজিত রায় চৌধুরী, সাবেক পিপি অ্যাডঃ আমান উল্লাহ, সাবেক জিপি অ্যাডঃ আবদুর রহমান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও ফরিদগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান, অ্যাডঃ হেলাল হোসাইন, অ্যাডঃ হান্নান কাজী, সাবেক পৌর কাউন্সিলর অ্যাডঃ কবির চৌধুরী, অ্যাডঃ শীব গোপাল, অ্যাডঃ গাজী সাইফুল প্রমুখ হাইমচর উপজেলার সাবেক চেয়ারম্যান শাহাজাহান পেদা সহ মোট ১১০ জনের নাম উল্লেখ করে অঞ্জাত আরো রয়েছে বলে জানা যায়।