ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জ উপজেলায় আদর্শ শিক্ষক ফেডারেশনের শিক্ষক সমাবেশ
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও পীরগঞ্জ উপজেলায় আদর্শ শিক্ষক ফেডারেশনের শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন পীরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে শুক্রবার (১৮ অক্টোবর) সকাল ৯ টায় রঘুনাথপুর উচ্চ বিদ্যালয়ে এই শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি অধ্যাপক মাহবুব আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নীলফামারী জেলার আদর্শ শিক্ষক ফেডারেশনের উপদেষ্টা এবং কেন্দ্রীয় মজলিসের সুরার সদস্য ডক্টর খাইরুল আনাম, প্রধান বক্তা হিসেবে বক্তব্য পেশ করেন ঠাকুরগাঁও জেলা নায়েবে আমির এবং জেলা শিক্ষক ফেডারেশনের উপদেষ্টা অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের জেলা সেক্রেটারি অধ্যাপক ফিরোজ বিশ্বাস, পীরগঞ্জ উপজেলা শিক্ষক ফেডারেশনের উপদেষ্টা মোঃ বাবলুর রশিদ, উপদেষ্টা মোঃ গোলাম মোস্তফা, পীরগঞ্জ ডি এন্ড ডিগ্রী কলেজের অধ্যাপক মোহাম্মদ নজরুল ইসলাম,বাংলাদেশ প্রাথমিক শিক্ষক পরিষদের জেলা সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন,পীরগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক পরিষদের সভাপতি মোহাম্মদ আব্দুল বারি, সেক্রেটারি মোঃ হায়দরুজ্জামান প্রমূখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সরকারি ও বেসরকারি শিক্ষকদের মাঝে যে বেতন বৈষম্য আছে তা দূর করতে হবে,শিক্ষকদের পেশাগতমান বৃদ্ধি করতে হবে।বিগত সরকারের আমলের ইসলাম বিরোধী শিক্ষা নীতি বাতিল করে জাতীয় আশা আকাঙ্ক্ষা উপর ভিত্তি করে বাস্তবধর্মী এবং যুগোপযোগি শিক্ষানীতি প্রণয়ন করতে হবে। শিক্ষকদের ন্যায়সঙ্গত দাবি আদায়ের জন্য শিক্ষকদেরকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তোলার প্রতি তিনি আহ্বান জানান। প্রধান বক্তা অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান বলেন বেসরকারি শিক্ষকদের শতভাগ ঈদ বোনাস দিতে হবে, বাসা ভাড়া এবং মেডিকেল ফি বৃদ্ধি সম্মানজনক করতে হবে। যে সকল বেসরকারি কলেজে অনার্স এবং মাস্টার্স চালু আছে সে সমস্ত কলেজের শিক্ষকদেরকে শতভাগ এমপিও ভুক্ত করতে হবে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে পর্যায়ক্রমে জাতীয়করণ করতে হবে এবং কিন্ডার গার্টেন শিক্ষকদের প্রতি সুদৃষ্টি রাখার জন্য অন্তর্বর্তীকালিন সরকারকে তিনি আহ্বান জানান।