বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সাফ জয়ী তিন নারী ফুটবলারকে জেলা প্রশাসনের আয়োজনে সংবর্ধনা ভয়াল সিনেমাটি সবার জন্য উন্মুক্ত সিরাজদিখানে নবাগত সহকারী পুলিশ সুপারের সাথে ঝিকুট ফাউন্ডেশনের মতবিনিময় জনগণের অধিকার ও ভোটাধিকার ফিরিয়ে আনা হবে- ছাগলনাইয়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম রাউজান প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত দাকোপের সাহেবের আবাদ শ্রীশ্রী কৃষ্ণের রাসমেলায় চতুর্থদিনে সাংকৃতিক সন্ধ্যা ঘোপাল যুবদলের লিফলেট বিতরণ ও গণসংযোগ ঠাকুরগাঁওয়ে তিন জাতীয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা ঠাকুরগাঁওয়ে মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকীতে ইএসডিও’র আলোচনা সভা ও দোয়া মাহফিল ছাগলনাইয়ায় ৩০ কেজি গাঁজা উদ্ধার আটক ০১ রাজনীতি চিরতরে বন্ধ করতে হবে। দেশ চালাবে জাতীয় ঐক্যের সরকার। সনাতনীদের অস্তিত্ব রক্ষার্থে সকলকে একত্রিত হতে হবে ছাগলনাইয়া সেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ ও গণসংযোগ মুন্সীগঞ্জে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় ঠাকুরগাঁওয়ে বিএনপির পৌর শাখার ৬ নং ওয়ার্ডের বর্ধিত ও কর্মীসভা 
বিজ্ঞপ্তি :
বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রানালয়ে আবেদনকৃত।

মতলবে সম্পত্তি লিখে না দেওয়ায় পিতাকে খুন করলো ছেলে 

সমির ভট্রাচার্য্য : মতলব দক্ষিন / ৮৭ সংবাদটি পড়েছেন
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪, ২:১৪ পূর্বাহ্ণ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় সম্পত্তি লিখে না দেওয়ায় মো. সোবহান প্রধান (৫২) নামে এক ব্যক্তি তাঁর মেজ ছেলের ছুরিকাঘাতে খুন হওয়ার অভিযোগে উঠেছে।

গত ১৬ অক্টোবর  বুধবার দুপুর একটায় উপজেলার উত্তর লুধুয়া গ্রামে এ ঘটনা ঘটে। বিকেল চারটায় ঘটনাস্থল থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। এ ঘটনায় থানায় হত্যা মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ। 

 নিহত মো. সোবহান প্রধানের বাড়ি উপজেলার উত্তর লুধুয়া আমতলা গ্রামে। ওই গ্রামের মৃত আমির হোসেন প্রধানের ছেলে তিনি। চার ভাই ও তিন বোনের মধ্যে মো. সোবহান প্রধান মেজ। সোবহান আনসার বাহিনীতে চাকরি করতেন। কয়েক বছর আগে ওই চাকরি ছেড়ে বাড়ি চলে আসেন। তাঁর তিন ছেলে। অভিযুক্ত মো. রোমান (২৮) তাঁর মেজ ছেলে। আড়াই মাস আগে তিনি (রোমান) বিদেশ থেকে বাড়ি আসেন। 

পুলিশ, পরিবার ও স্থানীয় সূত্র জানায়, চার বছর আগে মো. সোবহান প্রধানের স্ত্রী শিরিনা বেগম মারা যান। স্ত্রী মারা যাওয়ার পর থেকে তিন ছেলে তাদের নামে সম্পত্তি লিখে দেওয়ার জন্য নানা ভাবে তাঁর (সোবহান) ওপর চাপ সৃষ্টি করনে। তাঁর মেজ ছেলে মো. রোমান বিদেশ থাকতেন। আড়াই মাস আগে তিনি বাড়িতে চলে আসেন। 

সূত্রটি আরও জানায়, বাড়িতে আসার পর মো. রোমান তাঁর নামে বাড়ি ও জমি লিখে দেওয়ার জন্য বারবার তার বাবার ওপর চাপ সৃষ্টি করতে থাকেন। এ নিয়ে প্রায়ই বাবা ও ছেলের মধ্যে দ্বন্দ্ব ও বিরোধ তৈরি হয়। ঘটনার   দুপুরে বাড়িতে নিজের নামে সম্পত্তি লিখে দেওয়ার জন্য বাবাকে চাপ দেন মো. রোমান। এ সময় বাড়িতে তার বাবা সোবহান ও তার ছোট ভাই মো. জাহিদ উপস্থিত ছিলেন। সম্পত্তি লিখে দিতে রাজি না হওয়ায় বাবার ওপর ক্ষিপ্ত হন রোমান। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রোমান তার বাবার মাথা ও বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। এতে তার বাবা গুরুতর আহত হন। এ সময় তার বাবার চিৎকারে আশপাশের লোকজন ও অন্যান্য স্বজন সেখানে আসেন এবং সেখান থেকে উদ্ধার করে তাঁরা মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে (সোবহান) মৃত ঘোষনা করেন । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁর লাশ উদ্ধার করে ময়না তদন্থাতের জন্য থানায় নিয়ে আসে।

মো. সোবহান প্রধানের ভাতিজা মো. কাদির অভিযোগ করে বলেন, তাঁর ওই চাচার নামে ৬৫ থেকে ৭০ শতাংশ সম্পত্তি  রয়েছে। ওই সম্পত্তির কিছু অংশ লিখে না দেওয়ায় তাঁর চাচাকে পরিকল্পিতভাবে খুন করেন তাঁর চাচাত ভাই মো. রোমান। এ ব্যাপারে থানায় হত্যা মামলার প্রস্তুতি নিচ্ছেন। তাঁর ওই চাচাত ভাইকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি।

অভিযোগের ব্যাপারে মো. রোমানের মুঠোফোন নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলে সংযোগ বন্ধ পাওয়া যায়। তার একাধিক স্বজন বলেন, ঘটনার পর থেকে রোমান গা-ঢাকা দিয়েছেন। 

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য ওই ব্যক্তির লাশ চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তাঁর থানায় হত্যা মামলা প্রক্রিয়াধীন।


এ বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর
Don`t copy text!
Don`t copy text!